আন্তর্জাতিক আঙিনায় মেগ ল্যানিং এখন পরিচিত নাম। বাইশ গজে রীতিমতো দাপট দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। অল্প সময়ের মধ্যেই ল্যানিংয়ের ঝুলিতে এসেছে একাদিক রেকর্ড। ওয়ান-ডে ক্রিকেটে ধারাবাহিক পারফম্যান্স তাঁর।একের পর এক রেকর্ড ভাঙছেন তিনি।মহিলাদের পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ইতিমধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা হয়ে গিয়েছে তাঁর।
সদ্য পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে সেঞ্চুরি করেছেন ল্যানিং। শনিবার কুয়ালা লামপুরের কিনারা ওভালে ল্যানিংয়ের ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়া ২-০ সিরিজ জিতে নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচে ১৯টি চারের সৌজন্যে ১০৬ বলে ১২৪ করেছেন তিনি। ওয়ান-ডে ক্রিকেটে করে ফেলেলেন দ্বাদশ শতরান। আর এই সেঞ্চুরির সৌজন্য়ে তিনি এমন এক নজির গড়লেন যা পুরুষ ক্রিকেটারদেরও নেই। ২৫ বছরের অজি ক্যাপ্টেন কেরিয়ারের ১২ নম্বর ওয়ান-ডে সেঞ্চুরিটা করতে মাত্র ৬৮টি ইনিংস খেললেন। বিশ্বের দ্রুততম ক্রিকেটার (পুরুষ ও মহিলা মিলিয়ে) হিসেবে এই রেকর্ড নিজের নামে লিখলেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক দ্রুততম ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ডজন সেঞ্চুরি করেছিলেন। ডি ককের লেগেছিল ৭৪টি ইনিংস। এরপরেই হাশিম আমলা (৮১ ইনিংস), বিরাট কোহলি (৮৩ ইনিংস) ও ডেভিড ওয়ার্নার (৯০ ইনিংস) রয়েছেন। সেঞ্চুরি সংখ্যার ভিত্তিতে ল্য়ানিংয়ের কাঁধে নিঃশ্বাস ফেলছেন সুজি বেটস (১০টি ওয়ান-ডে সেঞ্চুরি)
আরও পড়ুন: মিতালির মুকুটে নয়া পালক, সবচেয়ে বেশি ওয়ান-ডে ম্য়াচ খেললেন তিনি
ল্যানিংয়ের ব্যাটিং গড় ৫৩.৩৬। ৬৮ ইনিংসের মধ্যে আটবার অপরাজিত থেকেছেন তিনি। মহিলাদের ওয়ান-ডে ক্রিকেটে ল্যানিংয়ের সর্বোচ্চ ব্যাটিং গড় (নূন্যতম ১০০০ রান)। ল্যানিংয়ের আশেপাশে থাকবেন একমাত্র মিতালি রাজ। টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের গড় ৫১.১৭। ল্যানিংয়ের রান করার গতি ইঙ্গিত দিচ্ছে যে, তাঁর হাতে আরও অনেক রেকর্ডই ভাঙবে।