Scotland vs Australia t20 series: স্কটল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত খেলে জয়ের পর বাটি ধরিয়ে দেওয়া হল অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের হাতে। যা দর্শক থেকে নেটিজেন, সবারই দৃষ্টি আকর্ষণ করেছে। আর, হাসির রোল তুলেছে চারিদিকে। বাটি হাতে পাওয়ার পর অস্ট্রেলিয়ান খেলোয়াড়রাও প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিয়েছেন, গোটা ঘটনাটা তাঁদেরও বেশ মজাই দিয়েছে। বাটিটা আবার এত ছোট যে, 'আইসক্রিম কাপ' বললেও বাড়াবাড়ি হবে না। এমন একটা ট্রফি দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন সকলেই।
বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া সবসময়ই একটা বড় নাম। টেস্ট ক্রিকেট হোক বা একদিনের ম্যাচ, অস্ট্রেলিয়ার ধারে এবং ভারে আসতে পারে, এমন দল ক্রিকেট দুনিয়ায় নেই। নিজেদের দিনে অস্ট্রেলিয়ানরা কার্যত বিপক্ষকে বাচ্চাদের মত হারাতে পারে। আর, সেই তুলনায় স্কটল্যান্ড ক্রিকেটে যেন সদ্য ভূমিষ্ঠ কোনও শিশু। তবে, পেশাদার অস্ট্রেলিয়ানরা কোনও ম্যাচকেই হালকাভাবে নেন না। আর, তাঁর জয়ের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও অস্ট্রেলিয়ানদের এমন ভূমিকাই নিতে দেখা গিয়েছে।
আরও পড়ুন- কাউকে না জানিয়েই ঈশানকে ফেরাল BCCI! সেঞ্চুরি করে আগারকারকে মুখের ওপর জবাব কিষানের
কিন্তু, সিরিজ জয়ের পর যখন অস্ট্রেলিয়ানদের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় এসেছিল, সেই সময় তাঁদের হাতে যা ধরিয়ে দেওয়া হয়, তা দেখেই হাসির রোল উঠে যায়। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শও সেই ট্রফি নিয়ে হেসে ওঠেন। তাঁর ভাবখানা যেন ছিল, 'এ আবার কী রে বাবা!' আর, সেটা হওয়ারই কথা। কারণ, মার্শের হাতে সিরিজ জয়ের পর ট্রফি হিসেবে যা ধরিয়ে দেওয়া হয়, তা আসলে ছোট্ট একটা বাটি। আইসক্রিমের বাটির মত। এমন ট্রফি আজ পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট ইতিহাসে পায়নি। ফলে, শুধু মার্শই নন। তাঁর অন্যান্য সতীর্থরাও ট্রফিটি দেখে হেসে ওঠেন। মার্শ তো অবাক ভঙ্গিমায় হাসিমুখে ট্রফিটি নেড়েচেড়েও দেখতে শুরু করেন। মানে, আদৌ তাতে কোনও বিশেষত্ব আছে কি না, সেটাই খুঁজে দেখা।
Trophy 😂 pic.twitter.com/mIeuHTo2YQ
— Out Of Context Cricket (@GemsOfCricket) September 11, 2024
Looks like Tea cup not Trophy
— Karthick KR (@Karthick01988) September 11, 2024
Trophy ❌️
— Dixit Jain (@DixitJain37877) September 11, 2024
Ice-cream cup ✅️🥶
তবে, সিরিজ হারলেও স্কটিশরা একেবারে হেলাফেলা করার মত খেলেনি। ব্র্যান্ডন ম্যাকমুলেন সিরিজের শীর্ষস্থানীয় রান-স্কোরার হয়েছেন। তিনি তিন ইনিংসে করেছেন ১৩৪ রান। গড় রান ৪৪.৬৭। অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে সামান্য হলেও দাঁড়াতে পেরেছেন স্কটিশ পেসার ব্যাডলি কুরি। বাকিদের পিটিয়ে রীতিমতো ছাতু বানিয়ে দিয়েছেন অজি ব্যাটাররা। অস্ট্রেলিয়া অবশ্য এসব জয়ে থামতে নারাজ। তারা ইতিমধ্যেই ইংল্যান্ড সফর শুরু করে দিয়েছে। সিরিজের উদ্বোধনী ম্যাচে ২৮ রানের জয় দিয়ে শুরু করেছে। যার ফলে তিনটি টি-২০ সিরিজে ১-০ তে আপাতত এগিয়ে মার্শের দল।