Ishan Kishan hundred in Duleep Trophy: দলীপ ট্রফিতে ফিরলেন ঈশান কিষান। কার্যত সবাইকে চমকে দিয়েই দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে ইন্ডিয়া সি দলের প্লেয়িং স্কোয়াডে দেখা যাচ্ছে ঈশানের নাম। তবে, ঈশানের এই অন্তর্ভুক্তি নিয়ে বিসিসিআইয়ের তরফে কোনও অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। এর আগে ঈশানের চোট নিয়ে জল্পনা চলছিল। কিন্তু, দলীপ ট্রফিতে অন্তর্ভুক্তি সেই জল্পনায় ইতি টানল।
গত বছর পর্যন্ত ভারতীয় দলে ঈশান কিষান নিয়মিত সদস্য ছিল। তিনি প্রাথমিকভাব দলীপ ট্রফি খেলতে রাজি হননি। এরপরই বিসিসিআই ঈশানের চোটের কথা জানায়। জানানো হয়, বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে গিয়ে ঈশানের চোট লেগেছে। সেই জন্যই তিনি দলীপ ট্রফিতে খেলতে পারবেন না। তাঁর জায়গায় ইন্ডিয়া ডি স্কোয়াডে সঞ্জু স্যামসনকে অন্তর্ভুক্ত করা হয়।
এরপর, দ্বিতীয় রাউন্ডের স্কোয়াডের তালিকা প্রকাশের পর দেখা গেল যে, সেখানে কিষানের নাম নেই। তাঁর সুস্থতা নিয়েও কিছু বলা নেই। কিন্তু, ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দেখা যায় যে কিষানের নাম ইন ইন্ডিয়া সি-এর প্লেয়িং ইলেভেনে। ইন্ডিয়া বি-এর বিরুদ্ধে ইন্ডিয়া সিএ-এর ম্যাচে কিষানকে প্রথম একাদশে রাখা হয়েছে। তাতে জল্পনা তৈরি হয়। একইসঙ্গে অনুরাগী এবং বিশেষজ্ঞদের মধ্যে বিভ্রান্তিও বাড়ে। দ্বিতীয় রাউন্ডের এই ঘোষণা বা ইন্ডিয়া সি টিমের এই অদলবদল, বিভিন্ন মহলের নজর কেড়েছে। একইসঙ্গে অবাকও করে দিয়েছে।
আরও পড়ুন- রিয়ানকে আউট করে মাঠেই 'চড়াও' আরশদীপ! দলীপে আগুন বিতর্ক দুই তারকার মধ্যে, রইল ভিডিও
কিষাণ কি তাহলে চোটমুক্ত? সেনিয়ে জল্পনা অবশ্য এতে অবসান হয়নি। আর, সেই জল্পনার অবসানে বিসিসিআই কোনও ঘোষণাও করেনি। এর আগে কিষাণকে মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে দূরে সরে যেতে দেখা গিয়েছিল। সেই কারণে তিনি ভারতীয় দল থেকেও বাদ পড়েছিলেন। এমনকী, বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও তাঁর নাম বাদ পড়েছে। সেই কিষাণই বুচি বাবু টুর্নামেন্টে সম্প্রতি সেঞ্চুরি করেছেন। তার ফলেই তাঁকে দলীপ ট্রফিতে রাখার দাবি জোরদার হয়েছে।