Advertisment

AUS vs PAK: ভারতের জন্য ঘরের মাঠে পাকিস্তানকে অসম্মান অস্ট্রেলিয়ার! কেঁদে ককিয়ে বড় অভিযোগ পড়শি দেশের

AUS vs PAK ODI series: ভারতের জন্য পাকিস্তানকে যে অস্ট্রেলিয়ার হাতে এভাবে লাঞ্ছিত হতে হবে ভাবা যায়নি। কিন্তু, এবার ঠিক তেমনটাই ঘটল পাকিস্তানের সঙ্গে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Pakistan, Australia, পাকিস্তান, অস্ট্রেলিয়া,

Pakistan-Australia: অস্ট্রেলিয়ায় বহু বছর পর সিরিজ জিতেছে পাকিস্তান। (ছবি সৌজন্যে- পিটিআই)

Australia vs Pakistan ODI series: তৃতীয় একদিনের ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর সময় স্ত্রীর সঙ্গে কোল্ডপ্লে কনসার্ট উপভোগ করলেন প্যাট কামিন্স। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান ২০০২ সালের পর প্রথম একদিনের সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে অস্ট্রেলিয়ায় ইতিহাস রচনা করেছে। পার্থের অপটাস স্টেডিয়ামে সিরিজের নির্ণায়ক ম্যাচ আট উইকেটে জিতে পাকিস্তান দল ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।

Advertisment

সামনেই, ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকার ট্রফি। সেই ট্রফির জন্য তরতাজা রাখতে বিশ্রাম দেওয়া হয়েছিল প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভ স্মিথ ও মারনাস লাবুসচেনকে। তাতেই স্ত্রী বেকির সঙ্গে অস্ট্রেলিয়ান অধিনায়কের সাম্প্রতিক ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। পাকিস্তান যখন তৃতীয় ওয়ানডেতে পার্থ-এর ক্রিজে অজিদের হারায়, কামিন্স সেই সময় একটি কোল্ডপ্লে কনসার্টে যোগ দিতে সিডনিতে ছিলেন। তাঁর স্ত্রী বেকি একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। যাতে তাঁকে তাঁর স্বামীর সঙ্গে ওই ইভেন্ট উপভোগ করতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে বেকি লিখেছেন, 'উত্তেজনার মাত্রাটা একটু বেশি'।

অস্ট্রেলিয়ান মিডিয়াও ছবিটি বেশ প্রচার করেছে। মিস্টার অ্যান্ড মিসেস কামিন্সের এই ছবি দিয়ে সিডনি মর্নিং হেরাল্ড প্রতিবেদন লিখেছে। যাতে প্রশ্ন করা হয়েছে, 'কেন কামিন্স কোল্ডপ্লেতে ছিলেন যখন অস্ট্রেলিয়া বিধ্বস্ত হচ্ছিল?' অন্য একটি সংবাদমাধ্যমের শিরোনামে লেখা হয়েছে, 'গ্রীষ্মে ঠান্ডা কনসার্টে কামিন্সরা।' এর আগে রবিবার, সাইম আইয়ুব ৪২ ও আবদুল্লাহ শফিক ৩৭ রান করে পাকিস্তানকে আট উইকেটে জয়ের দিকে নিয়ে যায়। পার্থ স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নদের ১৪০ রানে আউট করার পর, মহম্মদ রিজওয়ানের দল ২৭তম ওভারে তাদের লক্ষ্যে পৌঁছয়।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার, ICC-তে পুরোপুরি ভারত বয়কট! বিরাট সিদ্ধান্তের পথে পাকিস্তান

নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের ভালো বোলিং পারফরম্যান্স ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে। অধিনায়ক রিজওয়ান বলেছেন, এটা আমার এবং ভক্তদের জন্য একটি বিশেষ মুহূর্ত। তিনি বলেছেন, 'আমি সব কৃতিত্ব বোলারদের দেব। অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা সহজ না। কিন্তু, সাইম ও আবদুল্লাহ আমাদের বেশ কিছু ভালো স্কোর দিয়েছে। আমরা জিতি বা হারি, ভক্তরা আমাদের ভালবাসেন, এটাই সবচেয়ে বড়।'

Pat Cummins Pakistan Cricket Team Cricket News Australia Cricket Team
Advertisment