Champions Trophy 2025: আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। এবার সেই হুঁশিয়ারি বাস্তব রূপ পেতে চলেছে? অন্তত, মিডিয়া রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। জানা গিয়েছে, আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে এবার থেকে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও নাম প্রত্যাহার করতে পারে। এমনটাই দাবি পাকিস্তানি মিডিয়ার।
ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যাবে না। তাতেই সমস্যায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এনিয়ে রবিবার পিসিবিকে চিঠিও দিয়েছে। আটদেশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে যেতে অস্বীকার করেছে। সেই অস্বীকারের ইমেল পিসিবির মাধ্যমে পাকিস্তান সরকারের কাছেও গিয়েছে। তারই প্রেক্ষিতে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড কঠোর পদক্ষেপ নিতে পারে বলে জল্পনা চলছে।
পাকিস্তানের অন্যতম নামী সংবাদমাধ্যম ডন-এর ওয়েবসাইট ডন ডটকমের মতে, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম পর্যন্ত 'প্রত্যাহার' করতে পারে। পিসিবি প্রধান মহসিন নকভি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান হাইব্রিড মডেলের রাস্তায় হাঁটবে না। অর্থাৎ, কিছু খেলা পাকিস্তানে আর কিছু খেলা অন্য দেশে, এমনভাবে এই টুর্নামেন্টের আয়োজন করবে না। এবার সেই সুর আরও চড়িয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে পাকিস্তান সরকার চাইছে না যাতে পাক দল আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক।
ডন একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, 'এই ব্যাপারে সরকার যে বিকল্পগুলো ভাবছে, তার অন্যতম হল- চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যাতে না খেলে, পিসিবিকে সেই অনুরোধ (পড়ুন নির্দেশ) করা।' আইসিসি পিসিবিকে আগেই আশ্বস্ত করে জানিয়েছে যে, উদ্ভূত পরিস্থিতিতে পিসিবি বেশিরভাগ ম্যাচের পুরো হোস্টিং ফি পাবে।
সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, 'আইসিসি পিসিবিকে বলেছে যে যদি তারা হাইব্রিড মডেলে মেগা ইভেন্টের আয়োজনের সিদ্ধান্ত নেয়, তবে তারা বেশিরভাগ ম্যাচের পুরো হোস্টিং ফি পাবে।' তবে, ভারত খেলতে অস্বীকার করায় পিসিবি যদি টুর্নামেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে আইসিসি গোটা টুর্নামেন্টটাই দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যেতে পারে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজের আগেই সুনামি আপডেট! শামিকে নিয়ে সুসংবাদে ভাসছে টিম ইন্ডিয়া
এর পাশাপাশি পাকিস্তানি মিডিয়া সূত্রে খবর, পাকিস্তান সরকার পিসিবিকে আইসিসি এবং এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) ইভেন্টগুলোয় ভারতের সঙ্গে খেলা বন্ধের পরামর্শ দিয়েছে। আর, পিসিবি জেনেভায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আইসিসি এবং বিসিসিআইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার পর থেকেই, ভারতীয় ক্রিকেট দল আর পাকিস্তান সফর করেনি। দুটি দল শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে।