Advertisment

Greg Chappel writes letter to Prithvi Shaw: ব্র্যাডম্যানও বাদ পড়ে ফিরে এসেছিলেন! বাতিল পৃথ্বীকে সর্বসেরা নক্ষত্রের সঙ্গে তুলনায় চিঠি এবার গ্রেগের

Greg Chappel on Prithvi Shaw: পৃথ্বী শ-কে ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করে চিঠি লিখলেন গ্রেগ চ্যাপেল। রীতিমতো আলোড়ন ফেলে দিলেন প্রাক্তন ক্রিকেটার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Greg Chappel, Prithvi Shaw, গ্রেগ চ্যাপেল, পৃত্থী শ

Prithvi Shaw: গ্রেগ চ্যাপেল ও ভারতীয় ক্রিকেটার পৃত্থী শ। (ছবি- টুইটার)

Greg Chappel on Prithvi Shaw: ক্রিকেট কিংবদন্তি ডন ব্যাডম্যানের উদাহরণ টেনে ভারতীয় খেলোয়াড় পৃত্থী শ-কে অনুপ্রাণিত করলেন ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল। বছর ৭৬-এর চ্যাপেল শ-কে লিখেছেন, 'অতীত কোনও ব্যাপার নয়'। যাঁরা অনুপ্রাণিত করেন, এইরকম লোকেদের সঙ্গেই পৃত্থীর থাকা উচিত। পৃথ্বী শ ফিটনেস সমস্যার জন্য মুম্বইয়ের রঞ্জি ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়েন। সেই সময় বছর ২৪-এর শ-কে অনুপ্রাণিত করে চিঠি দিয়েছিলেন গ্রেগ চ্যাপেল। 

Advertisment

চিঠিতে চ্যাপেল লিখেছিলেন, 'হাই পৃথ্বী, আমি শুনলাম তুমি এই মুহূর্তে মুম্বই দলের বাইরে, একটা  কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। এতে হতাশ হওয়াই স্বাভাবিক। কারণ, ভবিষ্যৎটা অনিশ্চিত। তবে আমি তোমাকে বলতে চাই যে এই মুহুর্তগুলোই ক্রীড়াবিদদের জীবনে মোড় ঘোরানোর মত সময়। এই সময়গুলো তাঁদের কেরিয়ার এবং চরিত্রকে গড়ে তুলতে সাহায্য করে।' 

ভারতের হয়ে এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন শ। রাজকোটে ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু, তারপরে শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়েন। সেই পৃত্থীকে চ্যাপেল মনে করিয়ে দিয়েছেন যে তিনি একজন অসাধারণ প্রতিভা। পৃত্থী যেন তাঁর সেরাটা তুলে ধরেন। 

এই প্রসঙ্গে চ্যাপেল বলেছেন, 'আমার মনে আছে, তোমাকে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে দেখেছি। তুমি একজন অসাধারণ প্রতিভা। ওই ম্যাচে তোমার একটা স্ফুলিঙ্গ দেখেছিলাম। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল, তুমি কতটা ভালো মানের খেলোয়াড়। আমরা যারা তোমার মধ্যে থাকা সম্ভাবনাকে চিনতে পেরেছি, তাদের মনে হয় যে, তুমি এখনও সেরাটা দাওনি।'

শুধু একথাই নয়। পৃত্থীকে উৎসাহিত করতে চ্যাপেল লিখেছেন, 'মনে রেখ যে ব্যর্থতা সেরা ক্রিকেটারদের জীবনের অংশ। ডন ব্যাডম্যানের মত কিংবদন্তিরাও বাদ পড়েছিল। তারপর আবার লড়াই করে ফিরে এসেছিল। তাঁরা কিন্তু চ্যালেঞ্জ নিয়েই নিজেদের মহান করে তুলেছিল। আমার নিজের কেরিয়ারেও বাদ পড়াটা ছিল একটা বিরাট অভিজ্ঞতা।'

চ্যাপেল ওই চিঠিতে আরও লিখেছেন, 'ওই সময়ে আমি আমার খেলার প্রতিটা দিক পর্যালোচনা করেছি। আমার পদ্ধতিগুলো খুঁটিয়ে দেখেছি। আমি শিখেছি যে আমার মনোভাব বদলাতে হবে। আরও উন্নতি করতে হবে। যা প্রতিভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।' চিঠিতে চ্যাপেল জানিয়েছেন, পৃত্থী চাইলে ভারতীয় দলে ফিরতে পারেন। তবে, তাঁকে প্রতিভার ঝলক দেখাতে হবে। 

আরও পড়ুন- দেশ বিরোধী কাজ করেছে ধোনির CSK! বড় অভিযোগে ফেটে পড়লেন উথাপ্পা

এই প্রসঙ্গে চ্যাপেল ওই চিঠিতে পৃত্থীকে লিখেছেন, 'অতীত দিয়ে কিছু জানা যায় না। তুমি এখন কী করছ, সেটাই গুরুত্বপূর্ণ। তুমি এখনও প্রাথমিক পর্যায়ে আছ। নিজের চিহ্ন তৈরি করতে তোমাকে অনেকদূর যেতে হবে। তুমি যেমনটা হতে চাও, কল্পনা করে নাও। নিজেকে এমন লোকেদের মধ্যে ঘিরে রাখ, যাঁরা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। নিজের শরীরের যত্ন নাও। বিশ্রাম নাও। নিজের মধ্যে প্রয়োজনীয় শক্তি সঞ্চয় কর। নিজের লক্ষ্য স্থির কর। তুমি যদি এর মধ্যে দিয়ে যেতে পার, তবে ভারতীয় দলে ফেরার দরজা তোমার জন্য খুলে যাবে।'

Don Bradman Prithvi Shaw Greg Chappel Cricket News
Advertisment