Advertisment

Robin Uthappa slams CSK: দেশ বিরোধী কাজ করেছে ধোনির CSK! বড় অভিযোগে ফেটে পড়লেন উথাপ্পা

Robin Uthappa unhappy with CSK over Rachin Ravindra: দেশের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার বড় অভিযোগ উঠে গেল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Robin Uthappa, CSK, রবিন উত্থাপ্পা, সিএসকে,

CSK-NEW ZEALAND: অভিযোগকারী ক্রিকেটার নিজেও সিএসকের হয়ে খেলেছেন। (বিসিসিআই)

Robin Uthappa unhappy with CSK over Rachin Ravindra: নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রকে তাদের অ্যাকাডেমিতে প্রশিক্ষণের অনুমতি দেওয়ায় চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর তীব্র সমালোচনা করলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান রবীন উত্থাপ্পা। তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজির কাছে ফ্র্যাঞ্চাইজির আগে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেছেন। এই বিতর্কের সূত্রপাত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রচিন রবীন্দ্রকে চেন্নাইয়ে তাদের অ্যাকাডেমিতে অনুশীলনের অনুমতি দিয়েছিল চেন্নাই সুপার কিংস। আর, তার ফল ভারত-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট সিরিজে দেখা গিয়েছে বলেই মনে করছেন উত্থাপ্পা। 

Advertisment

তিনি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'রচিন রবীন্দ্র এখানে এসে সিএসকে অ্যাকাডেমিতে অনুশীলন করেছিল। সিএসকের অ্যাকাডেমি অত্যন্ত ভালো। ফ্র্যাঞ্চাইজি সবসময় তাদের খেলোয়াড়দের স্বার্থ দেখবে, এটাই হওয়া উচিত। কিন্তু, দেশের স্বার্থ আর ফ্র্যাঞ্চাইজির স্বার্থের মধ্যে একটা সীমারেখা থাকা উচিত। বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে এই সীমারেখা অবশ্যই টানা প্রয়োজন।'

গ্রেটার নয়ডায় আফগানিস্তানের বিরুদ্ধে তাদের একমাত্র টেস্ট ম্যাচের আগে রবীন্দ্র সিএসকে অ্যাকাডেমিতে গিয়েছিলেন। সেখানে তিনি ভারতের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চালান। ২৪ বছরের রবীন্দ্রর তাতে উন্নতিই হয়েছে। ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচে তিনি ১৫৭ বলে ১৩৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৩৯ রান। যা নিউজিল্যান্ডকে জয়ের জন্য প্রয়োজনীয় ১০৭ রান তাড়া করতে সহায়তা করেছিল। বছর ৩৬-এর রবীন্দ্র প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হন।

আরও পড়ুন- টিম ইন্ডিয়া থেকে বাতিল তারকার ব্যাটে রঞ্জিতে ২০০, পরপর রেকর্ড! চাপে চুরমার এবার কোহলি

রবীন উত্থাপ্পা আইপিএলে ২০২১ এবং ২০২২ সালে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলেছেন। তিনি সেই অভিজ্ঞতা থেকেই রচিন রবীন্দ্রর প্রসঙ্গ টেনে বলেছেন, 'সিএসকে সবসময় তাদের খেলোয়াড়দের দিকটা দেখে। এটা খুব ভালো ব্যাপার। আমি নিজেও সিএসকেকে পছন্দ করি। কিন্তু, যখন দেশের প্রশ্ন আসে, সেখানে কোথাও একটা সীমারেখা থাকা উচিত। আমাদের সেই সীমা লঙ্ঘন করা উচিত না।'

IPL CSK Indian Cricket Team New Zealand Cricket Team
Advertisment