/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/KKR.jpg)
কলকাতায় নতুন অজি পেসার, কে তিনি?
Welcome #MattKelly ????
Our pace armoury just got more fiery with this addition ????#ComeHome2KKR#KKRHaiTaiyaar#VIVOIPLpic.twitter.com/gY9PMV9Sag— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2019
কেলি যার পরিবর্তে এলেন, সেই নর্টজে চলতি আইপিএলের আগেই কাঁধে চোট পান। বাধ্য় হন টুর্নামেন্টে থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে। কেকেআর শুধুই নোটর্জের জন্য় চাপে পড়েনি। এমনকি সেই গত মরসুম থেকেই চোটে কাবু ভারতের অনূর্ধ্ব-১৯ দলের দুই তারকা শিবম মাভি ও কমলেশ নগরকোটি। তাঁরাও চোটের জন্য় এই টুর্নামেন্টে খেলতে পারছেন না। তাঁদের জায়গায় এসেছে কেসি কারিয়াপ্পা এবং সন্দীপ ওয়ারিয়ার। এমনকি বিধংসী ফর্মে থাকা আন্দ্রে রাসেলও গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে বাঁ-হাতের কবজিতে চোট পান।
আগামিকাল কেকেআর ইডেনে নামবে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে। দেখা যাক কেলি এই ম্যাচে খেলেন কি না! এই মুহূর্তে ছ'ম্য়াচের মধ্যে চার ম্য়াচ জিতে কলকাতা পয়েন্ট তালিকায় দু'নম্বরে রয়েছে।