Advertisment

IPL 2019: এক ফ্রেমে ধোনি-শাহরুখ, চিপকের এই ছবিই সোশালে ভাইরাল

কেকেআর বনাম সিএসকে-র ম্য়াচে বলার মতো কোনও উপাদান ছিল না সেভাবে। কিন্তু ম্য়াচের পর একটা ছবিই ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে এক ফ্রেমেই অন্য়ভাবে ধরা পড়েছেন চেন্নাইয়ের অধিপতি এমএস ধোনি ও কলকাতার মালিক শাহরুখ খান।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni, Shah Rukh Khan Captured In One Frame During CSK vs KKR IPL 2019 Match

এক ফ্রেমে ধোনি-শাহরুখ, চিপকের এই ছবিই সোশালে ভাইরাল (ছবি-টুইটার)

গত মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে এটাই ছিল প্রথম কলকাতা-চেন্নাই ডুয়েল। একপেশে এই ম্য়াচে ১৬ বল বাকি থাকতেই ধোনির চেন্নাই সাত উইকেটে ম্য়াচ জিতে নিয়েছিল।

Advertisment

কেকেআর বনাম সিএসকে-র ম্য়াচে বলার মতো কোনও উপাদান ছিল না সেভাবে। কিন্তু ম্য়াচের পর একটা ছবিই ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে এক ফ্রেমেই অন্য়ভাবে ধরা পড়েছেন চেন্নাইয়ের অধিপতি এমএস ধোনি ও কলকাতার মালিক শাহরুখ খান।

আরও পড়ুন: আইপিএলের মাঝেই ক্রিকেটার থেকে নাপিত হয়ে গেলেন ধোনির সতীর্থ, দেখুন ভিডিও

ছবিতে দেখা যাচ্ছে ধোনি ড্রেসিংরুমের দিকে ফিরে যাওয়ার পথে ওপরে ভিআইপি স্ট্যান্ডের দিকে তাকিয়ে কিছু একটা বলছেন। শাহরুখ হাসি মুখে চুল ঘাঁটতে ঘাঁটতে কথা বলছেন। কিং খানের পাশে ছিলেন রেড চিলিজ এন্টারটেইন্টমেন্টের সিইও ও কেকেআরের এমডি ভেঙ্কি মাইসোর। এত এছাড়াও সেই ফ্রেমে ছিলেন দক্ষিণী ব্লকবাস্টার ছবি মার্শালের পরিচালক অ্যাটলি কুমার।

সিএসকে-র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করা হয়েছে। ধোনি এবং শাহরুখ দু'জনেই ভারতের সুপারস্টার। ২০১৩ সালে ভারতীয় দর্শককে শাহরুখ ব্লকব্লাস্টার ছবি 'চেন্নাই এক্সপ্রেস' উপহার দিয়েছিলেন। সেজন্য় সিএসকে এই ছবির ক্যাপশনে চেন্নাই এক্সপ্রেসের কথাও উল্লেখ করেছে। ধোনি-শাহরুখ যুগলবন্দি সোশালে সুপারহিট হয়ে গেল।

sharukh khan IPL Kolkata Knight Riders MS DHONI Chennai Super Kings
Advertisment