Will Pucovski Retirement: মাত্র ২৭ বছরেই অবসর তারকা অজি ক্রিকেটারের! কারণ জানলে চোখে জল আসবে

Australian Cricketer Will Pucovski retirement: উইল পুকোভস্কি এক বা দুইবার নয়, বরং ১৩ বার মাথায় বলের আঘাত পেয়েছেন। স্কুল জীবন থেকেই এই সমস্যা তাঁর সঙ্গে ছিল। তাঁর মাথায় কখনও ফুটবলের আঘাত, আবার কখনও ক্রিকেট বলের আঘাত লেগেছে।

Australian Cricketer Will Pucovski retirement: উইল পুকোভস্কি এক বা দুইবার নয়, বরং ১৩ বার মাথায় বলের আঘাত পেয়েছেন। স্কুল জীবন থেকেই এই সমস্যা তাঁর সঙ্গে ছিল। তাঁর মাথায় কখনও ফুটবলের আঘাত, আবার কখনও ক্রিকেট বলের আঘাত লেগেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Will Pucovski Retirement: ভয়ঙ্কর কারণে অল্প বয়সেই ব্যাট-গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত তরুণ ক্রিকেটারের

Will Pucovski Retirement: ভয়ঙ্কর কারণে অল্প বয়সেই ব্যাট-গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত তরুণ ক্রিকেটারের

Australian Star Opener Will Pucovski retires from Cricket: অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) তারকা ক্রিকেটার উইল পুকোভস্কি (Will Pucovski) মাত্র ২৭ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিলেন। মাথায় একাধিকবার আঘাত পাওয়ার (Concussion) কারণে ডাক্তাররা তাঁকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন, যার ফলে এই উঠতি ক্রিকেটার অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খেলার সময় তাঁর মাথায় বারবার চোট লেগেছে। 

Advertisment

২০২৪ সালের মার্চ মাসে একটি ম্যাচ চলাকালীন তাঁর মাথায় বল লাগার কারণে তাঁর অবস্থা গুরুতর হয়ে ওঠে। শেফিল্ড শিল্ড ম্যাচে হেলমেটে বল লাগার পর পুকোভস্কি আহত হয়ে রিটায়ার্ড আউট হন। এ কারণে তিনি অস্ট্রেলিয়ার সামার সিজনের বাকি ম্যাচগুলো খেলতে পারেননি। এমনকি তাঁকে কাউন্টি ক্রিকেট ছাড়তেও বাধ্য হতে হয়েছে। একমাত্র টেস্ট খেলা এই খেলোয়াড় মঙ্গলবার SEN মর্নিংস-এ তাঁর অবসরের কথা ঘোষণা করেন।

আরও পড়ুন কলকাতা থেকে লন্ডনে দামি বাড়ি, বিলাসবহুল গাড়ি কী নেই! সৌরভের মোট সম্পত্তি জানলে ভিরমি খাবেন

পুকোভস্কি বারবার মাথায় চোট পেয়েছেন (Pucovski suffers several concussions)

Advertisment

উইল পুকোভস্কি এক বা দুইবার নয়, বরং ১৩ বার মাথায় বলের আঘাত পেয়েছেন। স্কুল জীবন থেকেই এই সমস্যা তাঁর সঙ্গে ছিল। তাঁর মাথায় কখনও ফুটবলের আঘাত, আবার কখনও ক্রিকেট বলের আঘাত লেগেছে। আন্তর্জাতিক এবং পেশাদার ক্রিকেটেও একাধিকবার তাঁর মাথায় বল লেগেছে। বিশেষজ্ঞদের একটি প্যানেলের সুপারিশের পর তিনি অবসর নিতে বাধ্য হন। পুকোভস্কি ৩৬টি ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৪৫.১৯ গড়ে ২৩৫০ রান করেছেন এবং ৭টি সেঞ্চুরি করেছেন। ২০২০-২১ সালে সিডনিতে ভারতের বিরুদ্ধে তাঁর একমাত্র টেস্ট ম্যাচে তিনি প্রথম ইনিংসে ৬২ এবং দ্বিতীয় ইনিংসে ১০ রান করেছিলেন।

আরও পড়ুন স্কুল তো নয়, যেন রাজপ্রাসাদ! ধোনির মেয়ের স্কুল ফি কত জানলে মাথা ঘুরবে

অবসর নিয়ে পুকোভস্কির বড় মন্তব্য (Will Pucovski Retirement Statement)

তাঁর অবসর নিয়ে পুকোভস্কি বলেছেন যে, তিনি আর কখনও ক্রিকেট খেলতে পারবেন না। সহজ ভাষায় বলতে গেলে, এটি তাঁর জন্য অত্যন্ত কঠিন একটি বছর ছিল। তিনি মনে করেন তাঁর সম্পূর্ণ ক্রিকেট জার্নি বর্ণনা করতে কয়েক ঘণ্টা লাগবে, তবে সহজ বার্তাটি হল তিনি আর কোনও স্তরে ক্রিকেট খেলবেন না। এক টেস্ট খেলা ক্রিকেটারদের একটি দারুণ দলের অংশ হতে পারা সৌভাগ্যের, কিন্তু দুঃখজনকভাবে তাঁর যাত্রা এখানেই শেষ।

আরও পড়ুন লখনউয়ের কাছে হারতেই ভেঙে পড়লেন শাহরুখ, KKR ড্রেসিং রুমে এর পর যা হল...

Australia Cricket Team retirement Cricket News