২২ গজে মহেন্দ্র সিং ধোনি (MS DHONI) 'ক্যাপ্টেন কুল' হিসেবেই বেশি পরিচিত। ক্রিকেট (Cricket) বিশ্বের কিংবদন্তী অধিনায়কদের মধ্যে তিনি নিজের স্বতন্ত্র্য সিংহাসন তৈরি করে নিয়েছে। ধোনির শান্ত স্বভাব, নেতৃত্বগুণ এবং উইকেটের পিছনে দাঁড়িয়ে চাণক্যনীতির প্রশংসা সকলেই করে থাকেন। মাহির অধিনায়কত্বে একাধিক ঐতিহাসিক খেতাব জয় করেছে টিম ইন্ডিয়া। সেকারণে গোটা বিশ্বজুড়ে তাঁর কয়েক কোটি সমর্থক রয়েছেন।
মাহির মতোই তাঁর মেয়ে জিভা (Ziva Dhoni) সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। বয়স মাত্র ৯ বছর হলেও সেলিব্রিটি কিডদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছে। আর সেকারণেই ইনস্টাগ্রামে রয়েছে ৩ মিলিয়নের বেশি ফলোয়ার্স। জিভার মিষ্টি ছবি ধোনি সমর্থকরা যারপরনাই পছন্দ করেন। কিন্তু, আপনারা কি জানেন যে মহেন্দ্র সিং ধোনির মেয়ে কোন স্কুলে পড়াশোনা করে? আসুন, এই ব্যাপারে আলোচনা করা যাক।
MS Dhoni IPL 2025: বয়স ৪৩, তাতে কী! অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি
জিভার স্কুলের নাম কী
সূত্রের খবর, জিভা ধোনি ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত টারিয়ন ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা করেন। এই স্কুলটি রাঁচিতে অবস্থিত। ২০০৮ সালে অমিত ওয়াজলা নামে এক ব্যক্তি এই স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডিগ্রি অর্জন করেছেন। এখানে বোর্ডিং এবং ডে স্কুল, দুটো ডিপার্টমেন্টই রয়েছে। প্রায় ৫০ একর জমির উপর গড়ে উঠেছে এই বিদ্যালয়। ছাত্রছাত্রীদের জন্য এখানে ডরমেটরি, আর্ট গ্য়ালারি, মেডিটেশন সেন্টর, লাইব্রেরি এবং অত্যাধুনিক ক্লাসরুমের সুবিধা রয়েছে।
Dhoni’s Pain: 'থালা'র জ্বালা! রিটায়ারমেন্টটা কবে? প্রশ্ন শুনে আর চুপ থাকতে পারলেন না, মুখের ওপর বলে দিলেন ধোনি
পড়াশোনার পাশাপাশি টারিয়ন ওয়ার্ল্ড স্কুলে শারীরিক এবং মানসিক বিকাশের উপর আলাদা করে জোর দেওয়া হয়। এই স্কুলে ক্রিকেট এবং ফুটবল মাঠ রয়েছে। পাশাপাশি রয়েছে ঘোড়সওয়ারি এবং সুইমিং পুলের মতো সুবিধাও।
এমন অত্যাধুনিক স্কুলের বেতন কত?
টারিয়ন ওয়ার্ল্ড স্কুল আসলে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুরেশনের (CBSE) অন্তর্ভূক্ত। এখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। সূত্রের খবর, এই স্কুলে ছাত্রছাত্রীদের থেকে LKG থেকে ক্লাস এইট পর্যন্ত বছরে ৪.৭০ লাখ টাকা নেওয়া হয়।
MS Dhoni Retirement: ধোনির অবসর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য মনোজের, এই ভয়টাই পাচ্ছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার
এরপর ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ৫.১০ লাখ পর্যন্ত ফি নেওয়া হয়ে থাকে। অর্থাৎ, জিভাকে প্রতি মাসে পড়াশোনার জন্য আনুমানিক ৪০,০০০ টাকা করে দিতে হয়। রাঁচির সবথেকে অভিজাত স্কুলগুলোর মধ্যে এটা একটা। যদিও এই টাকার মধ্যেই স্কুলের পোশাক, বই-খাতার খরচ, সবকিছুই প্রায় ধরা থাকে।
MS Dhoni: দুরন্ত রান আউট আউট করলেন ধোনি, দেখে নিন সেই ভিডিও
প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি মাহি এবং সাক্ষীর সংসারে জিভা আসে। এই বছর ফেব্রুয়ারি মাসে ধোনি-কন্যা ৯ বছরে পা দিল।