শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্য়াটে ঝড় তুললেন। আর একের পর এক রেকর্ড চূর্ণ তাঁর ব্য়াটে। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার অ্যালিসা হিলির ব্যাটের তাণ্ডব দেখল সিডনি স্টেডিয়াম। ৬১ বলে অপরাজিত ১৪৮ রান হাকালেন হিলি। মহিলাদের টি২০ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান এটাই।
নর্থ সিডনি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার প্রমীলা ক্রিকেট বাহিনী। সেখানেই রেকর্ডের পর রেকর্ড। শুরু থেকেই লঙ্কান বোলারদের মাঠের বাইরে পাঠাতে শুরু করেন হিলি। মাত্র ৪৬ বলে নিজের শতরান পূর্ণ করে ফেলেন। ইনিংসের শেষ পর্যন্ত খেলে তাঁর ব্যাট থেকে আসে ৬১ বলে ১৪৮। নিজের ইনিংসে সাতটা বিশাল ছক্কা হাকান তিনি। বাউন্ডারির সংখ্যা ১৯। অস্ট্রেলিয়ার হয়ে এটাই দ্রুততম শতরান। সবমিলিয়ে দ্রুততম শতরানের তালিকায় হিলি দ্বিতীয়।
শতরানের পরিসংখ্যান বাদ দিলে অর্ধশতরানেও নজির তাঁর। অস্ট্রেলিয়ান হিসেবে দ্রুততম হাফসেঞ্চুরি তাঁর। ২৫ বলে অর্ধশতরান করেন তিনি। এর আগে নিজের সতীর্থ মেগ ল্যানিংকেই পেরিয়ে গেলেন তিনি। যিনি এর আগে ১৩৩ রান করেছিলেন। শেষ ওভারে ছক্কা হাকিয়ে বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখেন তিনি।
বিস্ফোরক ইনিংস খেলার পরে হিলি ফক্স ক্রিকেটকে জানান, "এটা এমন একটা দিন যেদিন সমস্ত কিছুই ব্য়াটের মাঝামাঝি এসেছে।" শ্রীলঙ্কার বিরুদ্ধে হিলির তাণ্ডবের সৌজন্যেই ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৬ তুলেছিল অজিরা।
Read the full article in ENGLISH