Virat Kohli-Avneet Kaur: কোহলিকে ছাড়ছেন-ই না বলিউড সুন্দরী, পিছু নিয়ে এবার সোজা উইম্বলডনে হাজির

Avneet Kaur Wimbledon Virat Kohli: কিছুদিন আগেই বলিউড অভিনেত্রীর ইনস্টাগ্রাম ছবিতে লাইক দেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েন বিরাট কোহলি। এবার দুজনেই একসঙ্গে উইম্বলডন দেখতে হাজির।

Avneet Kaur Wimbledon Virat Kohli: কিছুদিন আগেই বলিউড অভিনেত্রীর ইনস্টাগ্রাম ছবিতে লাইক দেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েন বিরাট কোহলি। এবার দুজনেই একসঙ্গে উইম্বলডন দেখতে হাজির।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli-Avneet Kaur: বিরাট কোহলির মতোই উইম্বলডনে হাজির বলিউড অভিনেত্রী অবনীত কৌর

Virat Kohli-Avneet Kaur: বিরাট কোহলির মতোই উইম্বলডনে হাজির বলিউড অভিনেত্রী অবনীত কৌর

Avneet Kaur spotted at the Wimbledon: অবনীত কৌরকে মনে আছে? সেই বলিউড অভিনেত্রী যাঁর ইনস্টাগ্রাম ছবি লাইক করার পরে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট কোহলি! বিরাটকে ছবি লাইক করার ব্যাখ্যা দিতে হয়েছিল! সেই ঘটনা তখন বেশ হইচই ফেলেছিল আর এক রাতেই অবনীত কৌর প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন। এবার আবারও আলোচনায় অবনীত। এবার তিনি লন্ডনে উইম্বলডন ওপেন দেখতে পৌঁছে গিয়েছেন, যেখানে বিরাট কোহলি আগেই উপস্থিত ছিলেন।

Advertisment

অবনীত উইম্বলডনের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে ট্যাগ করে নিজের কিছু ছবি শেয়ার করেছেন।

Advertisment

অবনীত যখনই উইম্বলডন থেকে নিজের ছবি পোস্ট করেছেন, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট আর মিমের ঢল নেমে গেছে। নিচে কিছু মজার টুইটও দেখুন…

কী ছিল বিরাট-অবনীত বিতর্ক? 

IPL 2025 চলাকালীন বিরাট কোহলির ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে অবনীতের একটি ছবি লাইক হয়ে যায়, যা তাঁর এক ফ্যান পেজে পোস্ট হয়েছিল। ব্যস! এর পরই সোশ্যাল মিডিয়ায় বিরাটকে নিয়ে শুরু হয় ট্রোলিং। পরে বিরাটকে লম্বা পোস্ট লিখে গোটা বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে হয়।

আরও পড়ুন বিরাটের একটা মাত্র লাইক, যেভাবে অবনীতের সবকিছু উল্টেপাল্টে দিল! তাহলে কি?

সবচেয়ে লাভবান হন অবনীতই 

এই ঘটনার সরাসরি লাভ পান অবনীত কৌর। রিয়ালিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্সের মাধ্যমে কেরিয়ার শুরু করা অবনীতের হঠাৎ করেই ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। হাতে গোনা কিছু সিনেমায় অভিনয় করা অবনীত সোশ্যাল মিডিয়া পোস্ট আর এন্ডোর্সমেন্টের রেটও বাড়িয়ে দেন।

আরও পড়ুন শুভমানকে দেখতে লুকিয়ে গ্যালারিতে বলিউড সুন্দরী, তাহলে কি প্রেমে হাবুডুবু খাচ্ছেন দুজনেই?

Virat Kohli Avneet Kaur