/indian-express-bangla/media/media_files/2025/05/06/z3NngJpdWy2QRSuPc2gc.jpg)
শুভমান গিল এবং অবনীত কৌর
Avneet Kaur IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং গুজরাট টাইটান্স (Gujarat Titans)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়েছে। আর এই ম্য়াচটি উপভোগ করতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হলেন অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অবনীত কৌর। এমনকী, স্ট্যান্ডে বসে বেশ কয়েকটা ছবিও তুলেছেন তিনি।
আইপিএল ম্য়াচ দেখার জন্য বলিউড অভিনেতা-অভিনেত্রীরা হামেশাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন। এটা নতুন কোনও ব্যাপার নয়। কিন্তু, বর্তমানে অবনীত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আর সেকারণেই যাবতীয় প্রচারের আলো তাঁর উপর গিয়ে পড়েছে। আচমকা কেন জনপ্রিয় হলেন অবনীত? সম্প্রতি টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli Instagram Like Controversy) ইনস্টাগ্রামে ভুলবশত অবনীতের একটি ছবিতে লাইক দিয়ে ফেলেন। এই একটা ঘটনা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল।
Avneet Kaur is in the stands. 🔥 pic.twitter.com/iqmlZ0BJ4Q
— Mufaddla Vonda (@mufaddla_vonda) May 6, 2025
IPL 2025: অপমান করেছিলেন হার্দিক, ঘরে ঢুকে বদলা নিলেন এই ভারতীয় ক্রিকেটার
ক্ষমা চাইতে হয় বিরাট কোহলি
এই একটা লাইকের কারণে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয়ে যায়। অবশেষে যাবতীয় জল্পনার অবসান করেন বিরাট নিজেই। ইনস্টাগ্রামে একটি স্টোরিও পোস্ট করেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/05/04/5Y1WnpalfZ0SiGqUJxGm.jpg)
সেই স্টোরিতে বিরাট কোহলি লিখেছিলেন, 'একটা বিষয় আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে নিজের ফিড পরিষ্কার করার সময় ভুল করে ওই ছবিতে লাইক পড়ে যায়। এই ঘটনার পিছনে আমার আলাদা কোনও উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি, এই ব্যাপারে আর কোনও গুজব ছড়াবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।'
Prasidh Krishna Angry: রাগের মাথায় এ কী করলেন প্রসিদ্ধ কৃষ্ণা! ভয়ঙ্কর কাণ্ডে তাজ্জব ক্রিকেট বিশ্ব
গুজরাটের সামনে জয়ের জন্য ১৫৬ রানের টার্গেট
টস হেরে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নামে। প্রথমে ব্য়াট করে এমআই ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে পারে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক রান করেন উইল জ্যাকস। তিনি ৩৫ বলে ৫ চার এবং ৩ ছক্কা হাঁকিয়ে ৫৩ রান করেছেন। অন্যদিকে, ৩৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব।
MI vs GT Live Score, IPL 2025: আবার শুরু খেলা, জেতার জন্য গু
এর পাশাপাশি শেষবেলায় ঝোড়ো ব্যাটিং করলেন করভিন বশ। তিনি ২৭ রান করেন। অন্যদিকে, শুভমান গিল (Shubman Gill) ব্রিগেডের হয়ে সর্বাধিক উইকেট শিকার করলেন সাই কিশোর। ৪ ওভারে ৩৪ রান দিয়ে তিনি ২ উইকেট তুলে নেন। এছাড়া মহম্মদ সিরাজ, আরশাদ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, রশিদ খান এবং জেরাল্ড কোয়েৎজি একটি করে উইকেট শিকার করেছেন। গুজরাট টাইটান্সকে এই ম্য়াচে জিততে হলে ১৫৪ রান করতে হবে।