/indian-express-bangla/media/media_files/2024/11/10/DWIllqfCBQYDCjtYgocU.jpg)
Team India: সীমিত ওভারের ক্রিকেটে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া (বিসিসিআই)
Axar Patel announces birth of his baby boy: মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় পিতৃত্বের খবর জানিয়ে দিলেন টিম ইন্ডিয়া তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। স্ত্রী মেহার সঙ্গে প্ৰথম সন্তানের পিতা হলেন তিনি।
ইনস্টাগ্রামে অক্ষর লিখলেন, "ও এখনও অফ সাইড এবং লেগের পার্থক্য বোঝার চেষ্টা করছে, তবে আমরা ওকে নীল জার্সিতে আপনাদের সকলের সঙ্গে পরিচয় করানোর জন্য অপেক্ষা করতে পারলাম না। বিশ্ব, হাক্স প্যাটেলকে স্বাগত জানাও। ভারতের সবথেকে খুদে এবং সবচেয়ে বড় ভক্ত। এবং ও আমাদের হৃদয়ের সবথেকে মূল্যবান অংশ।"
He's still figuring out the off side from the leg, but we couldnt wait to introduce him to all of you in blue. World, welcome Haksh Patel, India's smallest, yet biggest fan, and the most special piece of our hearts.
— Axar Patel (@akshar2026) December 24, 2024
19-12-2024 🩵🧿 pic.twitter.com/LZFGnyIWqM
২০২৩-এ বরোদায় দীর্ঘদিনের বান্ধবী মেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অক্ষর প্যাটেল। পেশায় মেহা একজন পুষ্টিবিদ। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সামনে ঐতিহ্যবাহী গুজরাটি প্ৰথায় বিয়ে সেরেছিলেন দুজনে। তারও একবছর আগে অক্ষর-মেহার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সেবারই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করে নেন তারকা অলরাউন্ডার।
আরও পড়ুন: জোড়া বদল ঘটিয়ে প্ৰথম ১১ ঘোষণা অস্ট্রেলিয়ার! বুমরাকে সামলাতে নেওয়া হল ১৯ বছরের সুপারস্টারকে
সেই বাগদানের ছবিতে অক্ষর লিখেছিলেন, "এদিন থেকে আমাদের জীবনে নতুন পর্বের শুরু হল। একসঙ্গে আজীবনের জন্য। অনন্তকালের জন্য তোমাকে ভালবাসা।"
রবিচন্দ্রন অশ্বিনের আচমকা অবসরের পর হঠাৎ করেই অক্ষরকে অস্ট্রেলিয়ায় পাঠানোর জোরালো দাবি উঠে গিয়েছিল। তবে সেই সময় অক্ষর নাকি বিসিসিআইয়ের তরফে ব্যক্তিগত কারণে ছুটি চেয়ে নেন। তারপরেই মুম্বইয়ের তনুষ কোটিয়ানকে ডেকে নেওয়া হয় অস্ট্রেলিয়ায়। যিনি মেলবোর্ন টেস্টের আগেই জাতীয় দলে যোগ দিচ্ছেন। মুম্বইয়ের ২৬ বছরের স্পিনার অলরাউন্ডার তনুষ কোটিয়ান মুম্বইয়ের রঞ্জি জয়ী দলের সদস্য ছিলেন। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য ব্যস্ত ছিলেন তনুষ।