Advertisment

Sehwag on Babar Azam: মনের চাপেই ফেঁসে গিয়েছে বাবর! পাক সুপারস্টার বাদ পড়তেই খুল্লামখুল্লা এবার শেওয়াগ

Sehwag on Babar Azam: পাকিস্তান দলে বাবরের স্থলাভিষিক্ত হয়েছেন কামরান গুলাম। তারপরই পাকিস্তান বড় রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে। যাতে বাবরের প্রত্যাবর্তনের সুযোগ ধাক্কা খেয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Babar Azam, Virender Sehwag, বাবর আজম, বীরেন্দ্র শেওয়াগ,

Babar Azam-Virender Sehwag: বাবর আজমের ব্যাপারে মুখ খুলেছেন বীরেন্দ্র শেওয়াগ। (ছবি- টুইটার)

Sehwag on Babar Azam: পাকিস্তান দলের অধিনায়কত্ব হারানোয় মানসিক আঘাত পেয়েছেন বাবর আজম। এমনটাই দাবি বীরেন্দ্র শেওয়াগের। ব্যাটিং পারফরম্যান্স ধারাবাহিকভাবে খারাপ হওয়ার জন্য পাকিস্তান দল থেকে সম্প্রতি বাদ পড়েছেন বাবর। এই খারাপ পারফরম্যান্স আসলে তাঁর প্রতি প্রত্যাশা কমে যাওয়ার ফল। এমনটাই মনে করেন শেওয়াগ। তিনি বলেছেন, 'প্রত্যাশা কমে যাওয়া ওঁকে মানসিকভাবে প্রভাবিত করেছে বলে মনে হচ্ছে।'

Advertisment

প্রবীণ পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহের সঙ্গেই বাবরকে 'বিশ্রাম' দেওয়া হয়েছে। এই ত্রয়ীকে পাকিস্তানের টেস্ট-এ পরাজয়ের পরই বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে। তিনজনকেই মুলতানে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হারের জন্য দায়ী করেছেন ভক্তরা। তাঁদের স্থলাভিষিক্ত হয়েছেন স্পিনার সাজিদ খান ও নোমান আলি এবং আনক্যাপড ব্যাটসম্যান কামরান গুলাম। তারপরই দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে একটি অসাধারণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। সিরিজে সমতা এনেছে পাকিস্তান। ১৫২ রানে জিতেছে দল।

ভারতের হয়ে টেস্ট এবং ওয়ানডে উভয় ক্রিকেটেই ৮ হাজার রানের রেকর্ড করা শেওবাগ এই প্রসঙ্গে বলেছেন যে বাবরকে ঘরোয়া খেলায় ফিরে নিজেকে নতুন করে তৈরি করতে হবে। পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে শেওবাগ বলেছেন, 'বাবর আজমের এখন ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তাঁর ফিটনেস নিয়ে কাজ করা উচিত। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো উচিত। তারপরে শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে শক্তিশালী খেলোয়াড় হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা উচিত।'

চার নম্বর পজিশনে নেমে অভিষেকে কামরান গোলাম সেঞ্চুরি হাঁকানোর পরই বাবরের ওপর চাপ বেড়েছে। গত বছরের ওয়ানডে বিশ্বকাপে পর্যন্ত বাবর বিভিন্ন ফরম্যাটে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। পরে অবশ্য তাঁকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শাহিন একটা সিরিজের দায়িত্ব পালনের পরেই বাবরকে টি২০ অধিনায়ক হিসেবে অবশ্য পুনর্বহাল করা হয়েছিল। এবছরের শুরুতে টি২০ বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স বাবরের অধিনায়কত্বের সমাপ্তি ঘটিয়েছে। শেওবাগ এই প্রসঙ্গেই জানিয়েছেন যে পাকিস্তান দল কেন্দ্রীয় ভূমিকা হারানোই বাবরকে সবচেয়ে বেশি আঘাত করেছে বলে তাঁর মনে হচ্ছে।

আরও পড়ুন- রোহিতের মাথাব্যথা কমল এক নিমেষেই! বিরাট আপডেটে বড় ঘোষণা শামির

শেওবাগ বলেছেন, 'বাবরের কাছ থেকে প্রত্যাশা কমে যাওয়া এবং অধিনায়কত্ব থেকে সরতে বাধ্য হওয়ার কারণে মনে হচ্ছে তিনি মানসিকভাবে বেশি প্রভাবিত হয়েছেন। তাঁকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। তিনি একজন প্রতিভাবান খেলোয়াড়, এবং তাঁর মত খেলোয়াড়রা দ্রুত ফিরে আসার ক্ষমতা রাখে।'

Virender Sehwag Cricket News Pakistan Cricket Team Babar Azam
Advertisment