Advertisment

Mohammed Shami fitness: রোহিতের মাথাব্যথা কমল এক নিমেষেই! বিরাট আপডেটে বড় ঘোষণা শামির

Mohammed Shami fitness update: ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকার ট্রফিতে তিনি অংশ নিতে পারেন বলে জানা যাচ্ছে। তাঁর কাছে আগামী ১০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shami, Rohit, শামি, রোহিত,

Shami Rohit: শামিকে নিয়ে ভারতের জন্য খুশির খবর। (ছবি- টুইটার)

Mohammed Shami fitness update: অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয়ার্ধে ভারতীয় দলে ফিরতে পারেন পেসার    মহম্মদ শামি। ভারতের প্রথম সারির এই বোলার বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন বলে ভেবেছিলেন। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও তাঁর খেলার কথা ছিল। কিন্তু, চোটের জন্য কোনওটাতেই খেলতে পারেননি শামি। এই পরিস্থিতিতে ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাসকার ট্রফিতে তিনি অংশ নিতে পারেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয়ার্ধে শামি দলে ঢুকতে পারেন। শামি, গত নভেম্বরে একদিনের বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন। সেখান থেকে সুস্থতার ছাড়পত্র পেলে রঞ্জি ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে।  

Advertisment

চলতি মাসের শুরুতে শামি ভারতীয় দলে ফেরার চেষ্টা করেন। কিন্তু, তাঁর ফিটনেস লেভেল ভালো না থাকায় সেই চেষ্টা ধাক্কা খায়। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের শেষে, শামিকে নেটে ভারতের সহকারি কোচ অভিষেক নায়ারের কাছে বোলিং প্রশিক্ষণ নিতে দেখা যায়। বোলিং কোচ মরনে মরকেল গোটা প্রশিক্ষণপর্বে কড়া নজরদারি চালান। এরপর শামি গত মঙ্গলবার গুরুগ্রামে এক ইভেন্টে বক্তৃতা দেওয়ার সময় বলেন, 'গতকাল (সোমবার) আমি দুর্দান্ত ফিল করেছি। আমি শরীরের ওপর খুব বেশি চাপ দিতে চাই না। অর্ধেক রান আপ নিয়ে বোলিং করেছি। গতকাল (সোমবার), আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমি ঠিকঠাক বল করব। আমি আমার একশোভাগ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, আমি শীঘ্রই ম্যাচে ফিরতে পারব।'

বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয়ার্ধে তাঁর প্রত্যাবর্তনের জন্য শামি এখন ক্রমশ তাঁর চেষ্টা বাড়াবেন। পুরো রান-আপের সঙ্গে বোলিং শুরু করার পর, নেটে ব্যাটসম্যানদের বল করবেন। তাঁকে কমপক্ষে ২০-২৫ ওভার বল করতে হবে। এক্ষেত্রে তাঁর পরবর্তী ১০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তিনি সুস্থ হয়ে উঠতে পারেন, তবে বেঙ্গালুরুতে কর্ণাটকের বিরুদ্ধে বাংলার চতুর্থ রাউন্ডের ম্যাচে খেলবেন। যদি পরে সুস্থ হন, তাঁকে মধ্যপ্রদেশের বিরুদ্ধে পঞ্চম রাউন্ডে খেলতে বলা হবে।

আরও পড়ুন- পাতলা কোমর নেই, তাই বাদ পড়তে হচ্ছিল! সরফরাজের ফিটনেস ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য গাভাসকারের

টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, 'যদি শামি তাঁর ফিরে আসার চেষ্টা চালিয়ে যান, তবে কর্ণাটকের বিরুদ্ধে খেলতে পারেন। যদি তিনি সেই ম্যাচ খেলেন, তাহলে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে থাকতে পারেন। যেহেতু তাঁর প্রত্যাবর্তনের চেষ্টা ইতিমধ্যে ধাক্কা খেয়েছে, তাই তাঁকে ফের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে আছে।'

Test cricket Indian Cricket Team Mohammad Shami Australia Cricket Team
Advertisment