কমনওয়েলথ গেমস সোনাজয়ী ববিতা ফোগত সাতপাকে বাঁধা পড়লেন রবিবারে। হরিয়ানার বলালি গ্রামের পৈত্রিক বাড়িতে ববিতা দীর্ঘদিনের সঙ্গী বিবেক সুহাগের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। তবে সাতপাক নয়। ববিতা নিজের বিয়েতে ঘুরলেন আটপাক। দেশের ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ স্বরূপ ববিতা একপাক অতিরিক্ত ঘুরেছেন বলে জানা গিয়েছে।
প্রিয়ঙ্কা চোপড়া যেমন লাল লেহঙ্গা পড়ে বিয়ে সেরেছিলেন, অবিকল সেই পোশাকেই এবার দেখা গেল দেশের অন্যতম সেরা কুস্তিগীড়কে। ববিতার বোন গীতা ফোগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দিদির বিয়ের একাধিক ছবি পোস্ট করেন তিনি। সেখানে তাঁর ক্যাপশন, “আমার প্রিয় দিদি ববিতা ফোগতকে শুভেচ্ছা। নতুন যাত্রাপথে তোমার যেন সমস্ত স্বপ্নপূরণ হয়। তোমাদের দুজনকেই অনেক শুভেচ্ছা।”
আরও পড়ুন বিজেপিতে কুস্তিগীর ববিতা ও তাঁর বাবা মহাবীর ফোগত
২০১৪ সালে গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে সোনা ও ২০১৮-এ রুপো জিতেছিলেন ববিতা। এরপর ২০১৮ সালে গোল্ডকোস্ট অস্ট্রেলিয়ায় রুপো পেয়েছিলেন তিনি। তাঁর বোন গীতা ফোগতও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী কুস্তিগীড়। দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন ববিতার বাবা মহাবীর ফোগত।
View this post on Instagram
View this post on Instagram
Happy marriage life @babitaphogatofficial ❤️????????????outfit### @sabyasachiofficial
আরও পড়ুন আচমকাই কুস্তির কেরিয়ারে ইতি টানলেন ঋতু ফোগাট
ফোগত পরিবারকে নিয়েই বলিউডে সিনেমা বানানো হয়েছিল। সেখানে মহাবীর ফোগতের ভূমিকায় অভিনয় করেছিলেন স্বয়ং আমির খান। সেই সিনেমা মন ছুয়ে গিয়েছিল ভারতীয় দর্শকদের। বিয়ে উপলক্ষ্যে ববিতাকে শুভেচ্ছা জানিয়েছেন আমির খানও। তিনি নিজের টুইট করেন, “ববিতা ফোগত ও বিবেক সুহাগকে বিয়ের অনেক শুভেচ্ছা। ভালবাসা নিও।”
Dear @BabitaPhogat, wishing you and @SuhagVivek a happy, healthy and fulfilling marriage together.
Love.
a.— Aamir Khan (@aamir_khan) December 3, 2019
এর আগে ববিতা ও তাঁর বাবা মহাবীর ফোগত বিজেপিতে যোগদান করেছিলেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে চরকি দাদরি কেন্দ্র থেকে নির্বাচনেও লড়েন তিনি। সেখানে অবশ্য নির্দল প্রার্থী সোমবীর সাঙ্গওয়ানের কাছে পরাজিত হন। সাঙ্গওয়ানকে সেবার টিকিট দেয়নি বিজেপি। নির্দল হিসেবে লড়েই বাজিমাত করেন তিনি।
Read the full article in ENGLISH