Advertisment

Baichung Bhutia Biopic: এবার বলিউডে বাইচুংয়ের বায়োপিক, প্রথম পছন্দে টাইগার

জ্যাকি শ্রফের পুত্র টাইগারের কেরিয়ার গ্রাফ বেশ ভাল। পরপর হিট সিনেমা উপহার দিয়েছেন। নাচ ও অ্যাকশনে তুখোড় টাইগারকেই বাইচুংয়কে ফুটিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Baichung Bhutia_1

রুপোলি পর্দায় বাইচুংয়ের বায়োপিক (ফেসবুক)

বায়োপিকের ধুম বলিউডে। বেশ কয়েক বছর ধরেই। ধোনি, শচিন, আজাহার, সাইনা, মেরি কম! ক্রীড়াবিদদের তালিকা বেশ লম্বা। সেই তালিকাতেই এবার নতুন সংযোজন বাইচুং ভুটিয়া। পাহাড়ি বিছে-কে নিয়ে রুপোলি পর্দায় আসতে চলেছে নয়া বায়োপিক। বাইচুং ভুটিয়ার ভূমিকায় টাইগার শ্রফকে দেখা যেতে পারে।

Advertisment

Syed Abdul Rahim biopic: এবার ফুটবল কোচের ভূমিকায় অজয় দেবগণ

এমনিতে জ্যাকি শ্রফের পুত্র টাইগারের কেরিয়ার গ্রাফ বেশ ভাল। পরপর হিট সিনেমা উপহার দিয়েছেন। নাচ ও অ্যাকশনে তুখোড় টাইগারকেই বাইচুং-কে ফুটিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রস্তাব পেয়েছেন কিছুদিন আগেই। বাইচুং ভারতীয় ফুটবলের কিংবদন্তি। সিকিমের প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছেন বাইচুং। শুরুতেই দর্শনীয় স্কিলে মন জয় করে নেন।

Tiger Shroff বাইচুংয়ের ভূমিকায় পর্দায় টাইগার শ্রফ (ফেসবুক)

ভারতের পর বিশ্বমঞ্চেও দেশের নাম উজ্জ্বল করেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে বায়োপিকে তাঁর ফুটবল কেরিয়ারের পাশাপাশি জীবন সংগ্রামের কাহিনীও ফুটে উঠবে। রুপোলি পর্দায় ফুটবলের পাশাপাশি ব্যক্তিগত জীবনের কাহিনীও দেখা যাবে। এমনটাই জানা গিয়েছে।

আর বাইচুং-এর জীবনী নির্ভর ছবির জন্য টাইগারকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, জ্যাকি-পুত্র নিজে একজন স্পোর্টসম্যান। শৈশবে ফুটবলও খেলেছেন। তাই প্রাথমিক তালিম তাঁর রয়েছে। তাই একজন ফুটবলারকে পর্দায় ফুটিয়ে তুলতে তাঁর কোনও সমস্যা হবে না।

যদিও সরকারিভাবে টাইগার শ্রফের নাম এই প্রোজেক্টে এখনও জানানো হয়নি। যদি টাইগার এই প্রোজেক্টে কাজ করতে রাজি হন, তাহলে এটাই হবে তাঁর কেরিয়ারের প্রথম বায়োপিক। শেষবার স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ দেখা গিয়েছে বাঘি অভিনেতাকে।

tiger shroff bollywood movie
Advertisment