Advertisment

BAN vs SA: ১০৬ রানেই 'প্যাকেট' বাংলাদেশ! ঘরের মাঠে এবার লাঞ্ছনার শিকার টাইগার বাহিনী

Bangladesh vs South Africa 1st Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্ৰথম টেস্ট খেলতে নেমেই বিপর্যয়। ইনিংস হার বাঁচানোর চিন্তা শুরু হয়ে গেল দুটো সেশন খতম না হতেই!

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh vs South Africa 1st Test:

Bangladesh vs South Africa 1st Test: বাংলাদেশকে গুঁড়িয়ে রেকর্ড রাবাদার (টুইটার)

Bangladesh vs South Africa 1st Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্ৰথম টেস্ট খেলতে নেমে বাংলাদেশ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মাত্র ১০৬ রানে গুটিয়ে গেল প্ৰথম ইনিংসে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তবে ওয়েইন মালডার, কাগিসো রাবাদার পেস এবং কেশব মহারাজের স্পিনে নাকানিচোবানি খেল টাইগার শিবির।

Advertisment

তিনজনক দখল করলেন তিনটে করে উইকেট। ড্যান পিয়েট নেন একটি উইকেট। বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্স ম্যাচ শুরুর আগে বলেছিলেন পরপর কয়েকটা ম্যাচ জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য রয়েছে বাংলাদেশের। তবে প্ৰথম দিনই তাঁর জন্য অশনি সঙ্কেত বয়ে আনল নাজমুল শান্তের দল।

বাংলাদেশের টপ অর্ডার শুরুতেই ধসিয়ে দিয়েছিলেন ওয়েইন মালডার। পরপর ওভারে সাদমান ইসলাম, ক্যাপ্টেন শান্ত এবং মমিনুল হককে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন তিনি। এরপর মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারে ধস নামান কেশব মহারাজ এবং কাগিসো রাবাদা।

আরও পড়ুন: চারটে সিঙাড়ার দামেই দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট! ম্যাচ শুরু হতেই বড় আপডেট সরাসরি

বাংলাদেশের হয়ে দুই অংকের রানে পৌঁছেছেন মাত্র চারজন। কুড়ির কোটা পেরিয়েছেন মাত্র একজন- ওপেনার মাহমুদুল জয় (৩০)। তিনিই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। তিন উইকেট নেওয়ার ফাঁকে রেকর্ড করে ফেললেন কাগিসো রাবাদাও। বিশ্বের সবথেকে কম বলে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার মালিক এখন তিনিই। ম্যাচ খেলার হিসেব ধরলে তিনি তৃতীয় দ্রুততম দক্ষিণ আফ্রিকান হিসাবে এই কীর্তি গড়লেন।

ভারতে খেলতে এসে দুটো টেস্টেই পর্যুদস্ত হয়েছিল বাংলাদেশ। টি২০-তে তো লজ্জার রেকর্ড গড়ে ভারত ছেড়েছে টাইগার শিবির। তবে ঘরের মাঠে চেনা পরিবেশেই এবার টাইগার লাঞ্ছনার শিকার হলে। সাকিব আল হাসান কি মুচকি হাসছেন বিদেশে বসে?

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্ট-এ দুই দলের একাদশ
বাংলাদেশ: মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্তান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন, উয়ান মুলদার, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেন পিডট।

Advertisment