Advertisment

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে বাইশ গজে যুগপূর্তি সাকিবের

তিন ম্যাচের টি-২০ সিরিজের ফয়সলা ম্যাচে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ১৯ রানে ম্যাচ জিতে সিরিজে নিজেদের নাম লিখিয়ে নেয় সাকিব আল হাসান অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh wins

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে বাইশ গজে যুগপূর্তি সাকিবের

বাংলাদেশ ১৮৪/৫

Advertisment

ওয়েস্ট ইন্ডিজ ১৩৫/৭

১৯ রানে জয়ী বাংলাদেশ (ডাক-ওয়ার্থ লুইস নিয়মে)

৩ ম্যাচের সিরিজ ২-১ জিতল বাংলদেশ।

ম্যাচের সেরা: লিটন দাস

সিরিজের সেরা: সাকিব আল হাসান

ওয়ান-ডে-র পর টি-২০ সিরিজও জিতল বাংলাদেশ। সেই একই ব্যবধানে ২-১। রবিবার তিন ম্যাচের টি-২০ সিরিজের ফয়সলা ম্যাচে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ১৯ রানে ম্যাচ জিতে সিরিজে নিজেদের নাম লিখিয়ে নেয় সাকিব আল হাসান অ্যান্ড কোং। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটিই দ্বিতীয় দ্বি-পাক্ষিক সিরিজ জয়। এর আগে ২০১২-তে আয়ারল্যান্ডে জয় পেয়েছিল তারা।

এদিন ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল রিজিওন্যাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে ১৮৪ (লিটন দাস ৩২ বলে ৬১, মাহমুদুল্লাহ ২০ বলে অপরাজিত ৩২) তোলে নির্ধারিত ওভারে।

আরও পড়ুন: আফ্রিদির সঙ্গে সর্বাধিক ছক্কার যুগ্ম মালিকানা এখন গেইলের

এই রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ধুঁকতে থাকে। মুস্তাফিজুর রহমানদের দাপটে ৩২ রানেই তিন উইকেট চলে যায়।দলের সর্বোচ্চ রান আন্দ্রে রাসেলের (২১ বলে ৪৭)। এদিন ক্যারিবিয়ান ইনিংসের ১৭.১ ওভারে ধেয়ে বৃষ্টি নামে। খারাপ আবহাওয়ার জন্য খেলা আর না-চালানোর সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারিরা। ডাক-ওয়ার্থ লুইস নিয়মে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ।

ঘটনাচক্রে এই ম্যাচ দিয়েই সাকিব তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের এক যুগ পূর্ণ করলেন। ১২ বছর আগে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তাঁর। দিনটি ছিল ৬ অগাস্ট। দেখতে দেখতে এক যুগ কাটিয়ে ফেললেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার

Bangladesh West Indies
Advertisment