Advertisment

IND vs BAN: প্রথম অধিনায়ক হিসাবে এই লজ্জার রেকর্ড মোমিনুল হকের

অত্যন্ত লজ্জার একটি রেকর্ড করেই দেশে ফিরতে চলেছেন মোমিনুল হক। পরপর দু'ইনিংসে শূন্য় রানে আউট হয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে টেস্টে খেলা প্রথম ক্য়াপ্টেন হিসাবে এই রেকর্ড করলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh captain Mominul Haque attains dubious feat in day-night Test against India

প্রথম অধিনায়ক হিসাবেই এই লজ্জার রেকর্ড করলেন মোমিনুল হক

শাকিব আল হাসানের পরিবর্তে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের নেতৃত্বভার সামলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। চলতি টেস্ট সিরিজে ক্য়াপ্টেনসি করছেন মোমিনুল হক। ভারতের বিরুদ্ধে তাদের কার্যত ভরাডুবি অব্য়াহত। সব দিক থেকেই তাঁরা ডাহা ফেল করেছে।

Advertisment

এসবের মধ্য়েই ক্য়াপ্টেন মোমিনুল অত্যন্ত লজ্জার একটি রেকর্ড করেই দেশে ফিরতে চলেছেন। পরপর দু'ইনিংসে শূন্য় রানে আউট হয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে খেলা তিনিই প্রথম ক্য়াপ্টেন যিন কোনও রানের খাতা না খুলেই আউট হয়েছেন।

মোমিনুল প্রথম ইনিংসে ৭ বলের জন্য় ক্রিজে ছিলেন। উমেশ যাদবের বলে প্রথম স্লিপে খোঁচা দিয়ে রোহিত শর্মার হাতে ক্য়াচ আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে প্রায় একই ভঙ্গিতে আউট হন তিনি। মাত্র ছটি বল খেলার পরেই ফেরেন মোমিনুল। এবার বোলার ছিলেন ইশান্ত শর্মা। মোমিনুল অপেক্ষাকৃত সহজ ক্য়াচ দেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে।

আরও পড়ুন-IND vs BAN: কোহলির কামাল, ইডেনে শচীনের রেকর্ড স্পর্শ করলেন, ভাঙলেনও

মোমিনুল সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে, ভারতের বিরুদ্ধে খেলার আগে কোনও প্র্য়াকটিস ম্য়াচ খেলার সুযোগ পাননি তারা। তারওপর গোলাপি বলে প্রথমবার খেলতে হল তাদের। এই নতুন বলেও তারা প্র্যাকটিস ম্য়াচ পায়নি। ফলে মানসিক ভাবে প্রসত্তু হওয়া ছাড়া তাঁদের হাতে কোনও রাস্তা ছিল না।

আরও পড়ুন-‘জোড়া ছক্কা’, ইন্দোরে লজ্জার রেকর্ড দুই বাংলাদেশি ওপেনারের

ইন্দোর টেস্টেও জোড়া লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার শদমান ইসলাম ও ইমরুল কায়েস। হোলকার স্টেডিয়ামে পরপর দুই ইনিংসে ব্য়ক্তিগত ৬ রান করেই আউট হন তাঁরা। কাকতালীয় ভাবে দু’বারই তাঁরা একই বোলারের হাতে আউট হলেন। ইশান্ত শর্মাকে উইকেট দিয়েছিলেন শদমান, ইমরুলকে আউট করেন উমেশ যাদব।

India Bangladesh
Advertisment