কাকতালীয় ভাবে দু’বারই তাঁরা একই বোলারের হাতে আউট হলেন। ইশান্ত শর্মাকে উইকেট দিয়েছেন ইসলাম, কায়েসকে আউট করেছেন উমেশ যাদব।
শদমান ইসলাম এই টেস্টে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। দুই ইনিংসেই তিনি ২৪ বল খেলে ৬ রান করে আউট হয়েছেন। শুধু একটাই ফারাক। দ্বিতীয় ইনিংসে শদমান একটি চার মেরেছেন।
আরও পড়ুন-India vs Bangladesh: ইন্দোরে আগুনে শামি, লাঞ্চেই চার উইকেট হারাল বাংলাদেশ
TIMBERRR!!!@y_umesh‘s pace and swing prove too much for Kayes! ????
???????? – 10/1 (5.1 overs)
???? – https://t.co/7ObzQ2aw7Q#INDvBAN #LIVE pic.twitter.com/fZoRvJkzNQ
— Hotstar UK (@hotstarUK) November 16, 2019
#TeamIndia pacers have once again wreaked havoc here in Indore as they pick up 4 wickets in the 1st session on Day 3.
What’s your prediction for the day? #INDvBAN pic.twitter.com/E43GaYid3w
— BCCI (@BCCI) November 16, 2019
শনিবার ৩৪৩ রানে পিছিয়েই ব্য়াট করতে নেমেছে বাংলাদেশ। মধ্য়াহ্ণ ভোজের বিরতিতেই চার উইকেট হারিয়ে ফেলে তারা। ইসলাম-কায়েসের পর মোমিনুল হক ও মহম্মদ মিঠুনও আউট হয়ে যান। মহম্মদ শামির শিকার হন তাঁরা।
Ashwin has his 1st for this innings. Liton Das departs.
4 more to go for ???????? #INDvBAN pic.twitter.com/44uNMvriWw
— BCCI (@BCCI) November 16, 2019
লাঞ্চের পর বাংলাদেশের আরও দুই উইকেট চলে গিয়েছে। মাহমুদুল্লাহ ও লিটন দাস ফিরে গিয়েছেন প্য়াভিলিয়নে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশ ২০৮ রানে পিছিয়ে। ভারতের জয়ের জন্য় প্রয়োজন আর চার উইকেট।