/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/Bangladesh-cricket-manager-on-Christchurch-attack.jpg)
'মনে হচ্ছে যেন সিনেমা দেখছি, রক্তাক্ত হয়ে মানুষ মসজিদ থেকে বেরিয়ে আসছে' (ছবি-টুইটার)
শুক্রবারের সকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ কেঁপে গিয়েছে সন্ত্রাস হামলায়। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন। জখম ২০-রও বেশি। আর অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে তাঁরা নিউজিল্যান্ডেই সফররত।
এদিন যে দু'টি মসজিদে জঙ্গিরা গুলিবর্ষণ করেছিল সেখানেই নমাজ পাঠের জন্য গিয়েছিলেন পদ্মাপারের দেশের ক্রিকেটাররা। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তাঁরা। যদিও বাংলাদেশের ক্রিকেটাররা সুরক্ষিত আছেন। কিন্তু আতঙ্কের রেশ এখনও কাটেনি। এই ঘটনার পর বাংলাদেশের টিম ম্যানেজার খালেদ মাশুদ পাইলট কথা বলেছেন মিডিয়ার সঙ্গে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডে জঙ্গি হামলায় হত ৪০, অল্পের জন্য রক্ষা বাংলাদেশি ক্রিকেট দলের
Bangladesh Team Manager Khaled Mashud Pilot speaks to the media following the incident of shooting in Christchurch. Blackcaps (NZC) and the Bangladesh Cricket Bord : Tigers (BCB) has been made to cancel the Hagley Oval Test pic.twitter.com/CH80ohDFMO
— Bangladesh Cricket (@BCBtigers) March 15, 2019
কথা বলার সময় মাশুদের চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। এদিন হেগলে ওভাল স্টেডিয়ামের নিকটবর্তী মসজিদ আল নুরে গিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। মাশুদ বললেন, "আর তিন-চার মিনিট আগে হলে আমরাই মসজিদের মধ্যে থাকতাম। যা ঘটেছে তা অতন্ত ভয়ের। চাই না কারেরা সঙ্গে এরকম হোক। আমরা অত্যন্ত ভাগ্যবান। বাসে ১৬-১৭ জন ছিলাম আমরা। এরমধ্যে সৌম্য সরকার ছিল। আমরা নমাজ পাঠে যাচ্ছিলাম। আমাদের দু'জন সদস্য হোটেলেই থেকে গিয়েছিল। আমরা মসজিদের ৫০ গজের মধ্যে ছিলাম। আমরা বাস থেকে সব দেখতে পাচ্ছিলাম। যেন মনে হচ্ছে সিনেমা দেখছি। রক্তাক্ত হয়ে মানুষ মসজিদ ছেড়ে বেরিয়ে আসছে। আমরা নিজেরাও বাসের মধ্যে ৮-১০ মিনিট মাথা নিচু করে ছিলাম। যদি ওরা গুলি চালায় এই ভয়। পরে বুঝলাম এটা জঙ্গিদের কার্যকলাপ।"