Bangladesh Cricket Team Head Coach: ভারতের কাছে টেস্ট এবং টি২০ সিরিজে ধরাশায়ী হওয়ার পরই বাংলাদেশ কোচ চন্ডিকা হাতুরুসিংহের বিরুদ্ধে নেমে এল শাস্তির খাঁড়া। তবে, দলের খারাপ ফলের জন্য নয়। তাঁর সাজার কারণ অন্য কিছু দেখানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, হাতুরুসিংহে শৃঙ্খলাভঙ্গ করেছেন। আর, সেই কারণেই তাঁকে সাসপেন্ড করা হল। তবে শুধু শাস্তি দেওয়াই নয়। হাতুরুর বদলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ফিল সিমন্সকে। যার অর্থ, বাংলাদেশ কার্যত তাদের লঙ্কান কোচকে বদলেই ফেলল।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের প্রাক্তন প্রধান কোচ সিমন্সকে ছয় মাসের জন্য বাংলাদেশের দায়িত্বে আনা হয়েছে। সিমন্স ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন। পরে, তাঁর মেয়াদ বাড়ানো হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি হোম টেস্ট সিরিজ খেলবে। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরশাহিতে আফগানদের বিরুদ্ধে একদিনের সিরিজও খেলতে চলেছে টাইগাররা। পাশাপাশি, ক্যারিবীয় অঞ্চলে তিন ফরম্যাটেরই দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা বাংলাদেশের।
মঙ্গলবার হাতুরুসিংহের অপসারণের খবর জানাতে সাংবাদিক বৈঠক করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানেই তিনি হাতুরুসিংহকে অপসারণের কথা জানান। ফারুক জানিয়েছেন, হাতুরুসিংহকে শৃঙ্খলাভঙ্গের কারণ জানানোর নোটিস দেওয়া হয়েছে। প্রথম মেয়াদে, ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাতুরুসিংহে। কিন্তু, সেবার তিনি চুক্তির মাঝপথেই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন।
আরও পড়ুন- বাংলাদেশকে 'থেঁতো' করা দুই তারকা এবার ভারতের টেস্ট দলে! বিস্ফোরক আপডেট রোহিতের
সেই সময়ে অভিযোগ উঠেছিল, ক্রিকেটার এবং বোর্ড কর্তাদের সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই শ্রীলঙ্কান কোচ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু, অনেক পরে হাতুরুসিংহে নিজেই গোটা পরিস্থিতি স্পষ্ট করেন। তিনি জানান, শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণেই তিনি সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়তে বাধ্য হন। এরপর সেই হাতুরুসিংহকেই দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালে দলের দায়িত্ব দেয় বাংলাদেশ। সেই সময় বিসিবি হাতুরুসিংহের সঙ্গে ৩৫ হাজার ডলারের চুক্তিও করে। সেই চুক্তিরই মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগেই সাময়িক বরখাস্ত করা হল এই শ্রীলঙ্কান কোচকে।