Rohit Sharma on Mayank Yadav Nitish Reddy: সদ্যসমাপ্ত টি২০ সিরিজে অভিষেকের পর এবার ভারতীয় টেস্ট দলেও অভিষেক ঘটতে চলেছে মায়াঙ্ক যাদব ও নীতীশকুমার রেড্ডির। খোদ অধিনায়ক রোহিত শর্মা চাইছেন, এই দুই খেলোয়াড় ভারতীয় দলে থাকুক। ঘরোয়া ক্রিকেটের পেশ সেনসেশন মায়াঙ্ক, আইপিএল থেকেই নির্বাচকদের সুনজরে। এবার আইপিএলে চোটের জন্য অবশ্য চারটের বেশি ম্যাচ খেলতে পারেননি। কিন্তু, তাতেও তাঁর বলের গতি বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। সকলের প্রশংসা কুড়িয়েছে। লাইন এবং লেংথ মেনে করা সেই গতিসম্মন্ন বোলিংয়ের কাছে হার মেনেছেন জনি বেয়ারস্টো, গ্লেন ম্যাক্সওয়েলরা।
আর, নীতীশকুমার রেড্ডি ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করে যাচ্ছেন। সদ্যসমাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজেও দুই খেলোয়াড় বিশেষজ্ঞদের থেকে প্রশংসা কুড়িয়েছেন। মায়াঙ্ক সাতের নীচে ইকোনমিক রেটে তিন ম্যাচে চার উইকেট পেয়েছেন। আর, নীতীশ রেড্ডি ৩৪ বলে ৭৪ রান তুলে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। সেই জন্য প্রসিধ কৃষ্ণ ও হর্ষিত রানার পাশাপাশি আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে মায়াঙ্ক এবং নীতীশকেও স্কোয়াডে ডাকা হয়েছে।
বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে এই ব্যাপারে বলতে গিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'আমি জানি যে ওঁরা এর আগে টেস্ট খেলেনি। কিন্তু, আমরা রিজার্ভ বেঞ্চ শক্তিশালী রাখতে চাই। যাতে দরকারে, প্রয়োজনে দ্রুত কাজে লাগানো যায়। কেউ চোট পেলেই আমরা ওঁদের খেলাব। তার আগে কাছাকাছি থাকুক, আড্ডা দিক, কীভাবে টেস্ট ক্রিকেট খেলতে হয়. দেখুক। ধীরে ধীরে এভাবে তৈরি হয়ে যাবে। এই তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরাও ওদের ওপর নজর রাখব। কী করছে না করছে, সেটা দেখব।'
আরও পড়ুন- গিল-পন্থ-কোহলি কেউ নন, বুমরাই কেন ভাইস-ক্যাপ্টেন! মুখ খুলে সপাটে জবাব নেতা রোহিতের
বুধবারই শুরু হচ্ছে তিন ম্যাচের ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০ অক্টোবর পর্যন্ত প্রথম টেস্ট চলার কথা। দ্বিতীয় টেস্ট ২৪ অক্টোবর মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হওয়ার কথা। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। তৃতীয় টেস্ট ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১ নভেম্বর শুরু। চলবে ৫ নভেম্বর পর্যন্ত।