Bangladesh's new head coach Phil Simmons: সোমবার থেকে ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের চূড়ান্ত পরাজয় ঘটেছে। তাতে চাকরি গেছে কোচ চণ্ডিকা হাতুরুসিংহের। তার পরই লঙ্কান কোচের বদলে ওয়েস্ট ইন্ডিয়ান ফিল সিমন্সকে কোচ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর, দায়িত্ব নিয়েই সিমন্স, বাংলাদেশকে জয়ের স্বাদ দিতে মরিয়া।
দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান কোচের পরীক্ষা। সিমন্স, বাংলাদেশের রাজনৈতিক টালমাটালের মধ্যেই দলের দায়িত্ব নিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন যে তিনি চ্যালেঞ্জ নিতে তৈরি। আর, এই চ্যালেঞ্জ নিতেই সিমন্স প্রেস কনফারেন্সে জানিয়ে দিলেন, রাজনৈতিক টালমাটাল নয়। তিনি ক্রিকেটের ওপরই বেশি মনোযোগ দিতে চান। এই ব্যাপারে সিমন্স বলেছেন, 'বাইরের জগত নয়। ক্রিকেটের দিকেই আমি মনোযোগ দিতে চাই। সোমবার থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছি, সেটাই এখন আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার।'
Moments from the first press conference of Bangladesh Cricket Team Head Coach, Phil Simmons.#BCB #Cricket #BANvSA #WTC25 #TestCricket pic.twitter.com/lM96sTPZU0
— Bangladesh Cricket (@BCBtigers) October 19, 2024
সিমন্স জানিয়েছেন, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) বাংলাদেশের সম্ভাবনা দক্ষিণ আফ্রিকা সিরিজের ওপর অনেকটাই নির্ভর করছে। এই ব্যাপারে সিমন্স বলেন, 'ভালো ব্যাপারটা হল আমাদের প্রস্তুতির জন্য হাতে বেশ কয়েকটা টেস্ট আছে। আমরা পরের কয়েকটি টেস্ট জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে যেতে পারব। আমাদের প্রথম কাজ হল, ক্রিকেটের ওপর নজর দেওয়া। সোমবারের জন্য স্কোয়াড তৈরি করা। গত দুটো দিন বেশ ভালোই অনুশীলন হয়েছে। আমাদের বিভ্রান্তি দূর করতে হবে। প্রস্তুতিতে আরও বেশি করে নজর দিতে হবে।'
আরও পড়ুন- পুরোপুরি নিষিদ্ধ করা হোক বাংলাদেশের ক্রিকেট! টাইগার সমর্থকদের কাতর আর্জি এবার ICC-কেই
সিমন্স, গর্ডন গ্রিনিজের পর বাংলাদেশের কোচ হওয়া দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান। এর আগে আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজকে কোচিং করিয়েছেন। সিমন্স মনে করেন, তাঁর এই সব অভিজ্ঞতা বাংলাদেশ দলকে এগিয়ে যেতে সাহায্য করবে। সিমন্স বলেন, 'আমার এই সমস্ত অভিজ্ঞতা আমাকে ভবিষ্যতে সাহায্য করবে। আমার লক্ষ্যই হল কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নেওয়া। তাতে ফল ভালো হয়। গত কয়েকদিন ধরে আমি খেলোয়াড়দের দক্ষতা এবং ফিটনেস বাড়ানোর জন্য চেষ্টা চালাতে দেখেছি। তার মানে, ওঁদেরও ভালো খেলার ইচ্ছা আছে।'
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কোচ জানিয়েছেন, তিনি প্রথমে বাংলাদেশের কোচ হতে চাননি। কিন্তু, এখানকার তরুণ খেলোয়াড়রা যেভাবে পাকিস্তানের মত সেরা দলের বিরুদ্ধে খেলেছে, তাই দেখেই তিনি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। সিমন্সের কথায়, 'সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না। কারণ, এর সঙ্গে তরুণ খেলোয়াড়দের তৈরি করার ব্যাপারটা আছে। পাশাপাশি, টেস্ট আর ওয়ানডের বিষয়টাও জড়িত। তবে, এখন যখন দায়িত্ব নিয়েছিই, আমাদের কাছে এই সিরিজ জেতার ভালো সুযোগ আছে। কারণ, দক্ষিণ আফ্রিকা গত ১০ বছরে ভারতীয় উপমহাদেশে কোনও টেস্ট সিরিজ জেতেনি। তবে ওরা ভালো দল। তাই আমাদের প্রচণ্ড চেষ্টা চালাতে হবে।'