Bangladesh Cricket Team: টেস্টে প্রথমবার পাকিস্তানকে হারানোই শুধু নয়, টেস্ট সিরিজ জয়ের বিরল নজির গড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাও আবার পাক মাটিতে। রাওয়ালপিন্ডিতে টানা দুটো টেস্টে জিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে বাংলা ওয়াশ করেছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে প্ৰথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানোর পর দ্বিতীয় টেস্টে একসময় ২৬/৫ হয়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে লিটন দাস, মেহেদি হাসান মিরাজরা অবিশ্বাস্য পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দেন। সেই টেস্ট-ও বাংলাদেশ ৬ উইকেটে জিতে নেয়।
আর পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাসকে সঙ্গী করে টাইগাররা আপাতত ভারতের মাটিতে ভারতকে হারানোর স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। দু টেস্ট এবং তিনটে টি২০ খেলতে ভারতে পা রাখছে বাংলাদেশ। আর ভারতে আসার ঠিক আগেই বাংলাদেশের তারকা ক্রিকেটারদের পাক সিরিজ জয়ের জন্য বোনাস অর্থ তুলে দেওয়া হল বাংলাদেশ সরকারের তরফে।
আরও পড়ুন: মাত্র ১ মাসেই চাকরি খতম ভারতীয় কোচের! স্বপ্ন জলে গেল শচীন-সৌরভের সঙ্গে খেলা আন্তর্জাতিক তারকার
শেখ হাসিনা জমানা পতনের পর বাংলাদেশ নোবেলজয়ী মহম্মদ ইউনূসের হাত ধরে অন্তর্বর্তী সরকারের জমানা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেটেও ঘটেছে পালাবদল। নাজমুল হাসান পাপনকে সরিয়ে বিসিবির দায়িত্ব নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ফারুখ আহমেদ। নতুন বিসিবি সভাপতি ফারুখ আহমেদ এবং যুব ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা মঞ্চে হাজির ছিলেন।
বিসিবির তরফে তারকা ক্রিকেটারদের সেই অনুষ্ঠানের ঘোষণা করা হয় টুইটারে, "আজকে পাকিস্তানকে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বোনাস-জয়ী সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। বিসিবি সভাপতি ফারুখ আহমেদ এবং যুব ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা মঞ্চে হাজির ছিলেন।"
অন্য একটি এক্স বার্তায় লেখা হয়েছে, "পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের হাতে ৩.২০ কোটি বাংলাদেশি টাকা তুলে দেওয়া হল। যুব এবং ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদের হাত থেকে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় বিসিবি প্রধান ফারুখ আহমেদকে। এই অর্থের কিছু অংশ বন্যাত্রাণে দান করা হবে।"
নাজমুল হোসেন শান্ত-র নেতৃত্বাধীন বাংলাদেশ দল ভারতে প্ৰথম টেস্ট খেলবে ১৯ সেপ্টেম্বর। চিপকে প্ৰথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের আসর বসবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। তিনটে টি২০ হবে যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি এবং হায়দরাবাদে।