Advertisment

Dodda Ganesh removed as Kenya coach: মাত্র ১ মাসেই চাকরি খতম ভারতীয় কোচের! স্বপ্ন জলে গেল শচীন-সৌরভের সঙ্গে খেলা আন্তর্জাতিক তারকার

Former India cricketer Dodda Ganesh removed as Kenya coach: টেস্টে দোড্ডা গণেশের প্ৰথম উইকেটই ছিল দক্ষিণ আফ্রিকান গ্যারি কার্স্টেন। কেপটাউনে টেস্টে অভিষেক ঘটেছিল। প্ৰথম ইনিংসে উইকেট শূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার গ্যারি কার্স্টেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sachin Tendulkar, Sourav Ganguly, শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী

শচীন-সৌরভের সঙ্গে একসঙ্গে জাতীয় দলে খেলেছেন ডোড্ডা গণেশ (টুইটার)

Dodda Ganesh, Kenya National cricket team: মাত্র একমাস আগেই কেনিয়া ক্রিকেট দলের হেড কোচ নিযুক্ত হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশ। তবে এক মাসও টিকল না কোচিংয়ের চুক্তি। গণেশকে হেড কোচের পদ থেকে সরিয়ে দিল কেনিয়া ক্রিকেট। ১৪ অগাস্ট কেনিয়া দলের হেড কোচ ঘোষিত হয়েছিলেন তিনি অন্তর্বর্তী কোচ ল্যামেক ওয়েনাগোর পরে। আর ১৪ সেপ্টেম্বর- ঠিক এক মাসের মাথায় সরিয়ে দেওয়া হল তাঁকে।

Advertisment

আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ ডোড্ডা গণেশ কেনিয়ার কোচ হিসেবে কেমন পারফর্ম করেন, সেদিকে তাকিয়ে ছিল ক্রিকেট বিশ্ব। তবে নেশন.আফ্রিকা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার ক্রিকেটের কার্যনির্বাহী বোর্ড ডোড্ডা গণেশের নিয়োগ বাতিল করে দিয়েছে।

গণেশকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, "ক্রিকেট কেনিয়ার কার্যনির্বাহী বোর্ডের স্থির করা রেজোলিউশনে ২৮ অগাস্ট, ২০২৪- তারিখে পাস করা হয়েছে এবং ক্রিকেট কেনিয়ার সংবিধানের 5.9 এবং 8.4.3 অনুচ্ছেদ অনুযায়ী, আমরা আপনাকে জানাতে চাই যে সঠিক পদ্ধতি অনুসরণ না করে পুরুষ ক্রিকেট জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আপনাকে নিয়োগ করায় নির্বাহী বোর্ড আপনার তা অনুমোদন করতে অস্বীকার করেছে।"

"তাই আপনাকে অবিলম্বে পুরুষদের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সমস্ত ধরণের সংস্রব বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এই নোটিশের সাথে সম্পর্কিত যেকোন প্রতিক্রিয়া মনোজ প্যাটেল এবং অন্য যেকোনও ব্যক্তিকে জানাতে পারেন, যারা আপনার নিয়োগে জড়িত ছিলেন।"

আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র মাত্র ওয়ানডে খেলেছিলেন গণেশ। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৯৯৬-৯৭ সালের অভিষেক হওয়া ম্যাচটি ছিল তাঁর শেষ। সেই ম্যাচে ৫ ওভারে ২০ রানের বিনিময়ে ১ উইকেট সংগ্রহ করেছিলেন। তবে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টে টেস্ট ম্যাচ খেলেছিলেন। ৫৭.৪০ গড়ে ৫ উইকেট নেন।

আরও পড়ুন: BCCI-এ রাজনীতি করছেন জয় শাহ, দায়িত্ব নিক শচীন-সৌরভরা! বিস্ফোরক অভিযোগে তোলপাড় প্রাক্তন তারকার

কেরিয়ার শুরুর পর নিজের বোলিং একশনের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন। কপিল দেবের মত ছিল অবিকল বোলিং একশন। খারাপ পারফরম্যান্সের পর বাদ পড়েন। পরবর্তীতে বোলিং একশনে রদবদল ঘটিয়ে ফেরার চেষ্টা করেও সফল হননি।

১৯৯৮/৯৯ সিজনে কর্ণাটকের হয়ে রঞ্জিতে সফলতম বোলার ছিলেন ডোড্ডা গণেশ। সেই সময় কর্ণাটক রঞ্জি দলে জাভাগল শ্রীনাথ, অনিল কুম্বলে, সুনীল জোশি, ভেঙ্কটেশ প্রসাদদের মত তারকারা খেলতেন।

সবমিলিয়ে কেরিয়ারে ১০৪টি প্ৰথম শ্রেণির এবং ৮৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। দুই ধরণের ফরম্যাটে উইকেট নিয়েছেন যথাক্রমে ৩৬৫ এবং ১২৮টি। প্ৰথম শ্রেণির ক্রিকেটে শতরানেরও নজির রয়েছে তাঁর। দুই ধরণের ক্রিকেটে তাঁর রান সংখ্যা যথাক্রমে ২০২৩ এবং ৫২৫।

cricket Kenya Cricket Kahon Cricket News
Advertisment