Advertisment

Bangladesh Captain Najmul Hossain: দেশের পিচ জঘন্য, তাই রান নেই ব্যাটে! বিশ্বকাপের আগেই বাংলাদেশের 'খুঁত' ধরে বিস্ফোরক ক্যাপ্টেন শান্ত

Bangladesh Skipper Najmul: বাংলাদেশের পিচ সবসময় লো স্কোরিং ম্যাচ উপহার দিয়েছে। এমনকি টাইগারদের টি২০ স্পেশ্যালিস্ট তৌহিদ হৃদয়ের স্ট্রাইক রেট মাত্র ১৩০। নাজমুল বলেছেন, "ছয় মাসের মধ্যে কোনওকিছু বদল করে মুশকিল। তবে আমরা যদি নিয়মিত ভালো উইকেটে খেলার সুযোগ পাই, তাহলে স্ট্রাইক রেট বাড়বে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh Captain Najmul Hossain:

Bangladesh Captain Najmul Hossain: টি২০ বিশ্বকাপে প্ৰথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত (টুইটার)

Bangladesh New Captain: বাংলাদেশের পিচের মান উন্নত করলেই জাতীয় দলের পারফরম্যান্স ভালো হবে। টি২০ বিশ্বকাপের আগে এমনটাই জানিয়ে দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০০৭-এ টি২০ বিশ্বকাপের আবির্ভাব লগ্ন থেকেই বাংলাদেশ অংশ নিয়ে আসছে শো-পিস এই ইভেন্টে। তবে প্রত্যেকবারেই শোচনীয় ফলাফল করে এসেছে বাংলাদেশ। এই ব্যর্থতার জন্য দেশের ক্রিকেটকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।

Advertisment

সংবাদসংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে শান্ত বলে দিয়েছেন, "প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকে এটা অজুহাত ভাবতে পারেন। তবে এটা ঘটনা যে আমরা খুব কম ম্যাচেই ভালো উইকেটে খেলার সুযোগ পাই।"

বাংলাদেশের পিচ সবসময় লো স্কোরিং ম্যাচ উপহার দিয়েছে। এমনকি টাইগারদের টি২০ স্পেশ্যালিস্ট তৌহিদ হৃদয়ের স্ট্রাইক রেট মাত্র ১৩০। নাজমুল বলেছেন, "ছয় মাসের মধ্যে কোনওকিছু বদল করে মুশকিল। তবে আমরা যদি নিয়মিত ভালো উইকেটে খেলার সুযোগ পাই, তাহলে স্ট্রাইক রেট বাড়বে।

আরও পড়ুন: বাংলাদেশি সাংবাদিক বেইজ্জত KKR ড্রেসিংরুমে! IPL জিতেই নারিন-রাসেলদের ‘হোয়াট হ্যাপেনিং’ সেলিব্রেশন, দেখুন ভিডিও

বাংলাদেশ ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে গত একদশকে টেস্ট সিরিজ জিতেছে। তবে বলার মত বাকি আর কিছু নেই। টি২০ ওয়ার্ল্ড কাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বাংলাদেশ ১-২ ব্যবধানে সিরিজ হেরে বসেছে।

টি২০ বিশ্বকাপের পর বাংলাদেশের বেশ কিছু সিনিয়র তারকার কেরিয়ারে পাকাপাকিভাবে পূর্ণচ্ছেদ পড়তে পারে। সাকিবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। এখনও তিনি টি২০-তে সেরা অলরাউন্ডার। জিম্বাবোয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও খেলেছেন। তবে তার আগে প্রায় এক বছর সাকিবকে দেখা যায়নি টি২০ আন্তর্জাতিকে। কেরিয়ারে যবনিকাপাত হতে পারে ৩৮ বছরের মাহমুদুল্লাহ রিয়াদেরও। শান্ত অবশ্য বলছেন, "আমি চাইব ওঁরা বিশ্বকাপে খেলুক। সেরাটা দিক। ওঁরা কবে ক্রিকেটকে বিদায় জানাবে, সেটা ওঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ক্যাপ্টেন হিসাবে আমি চাইব ওঁরা নিজেদের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিক।"

শান্ত নিজের নেতৃত্বের রোলমডেল হিসাবে বেছে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং সাকিব আল হাসানকে। বলেছেন, "সাকিব ভাইয়ের আক্রমণাত্মক ক্যাপ্টেনসি বেশ ভালো লাগে। সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হয়না। অধিনায়ক হিসেবে এই বিষয় আমাকে অনেক সাহায্য করেছে। ওঁকে অনুসরণ করে বহুবার ফল পেয়েছি।"

"এমএস ধোনির ক্যাপ্টেন্সিও আমার পছন্দের। টিভিতে যা দেখি, চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রাখতে পারেন। সেই সময় ওঁর মনের মধ্যে কী হয়, সেটা বোঝাই যায়না। একদম পরিষ্কার সিদ্ধান্ত নেয়। সেটা ভুল, ঠিক- দুইই হতে পারে। তবে ও সেরা খুব শান্তভাবে নেয়।"

T20 World Cup Bangladesh Cricket News Bangladesh Cricket Bangladesh Cricket Team
Advertisment