New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/bpl-journalist-kkr.jpg)
Andre Russell Sunil Narine News: কেকেআর ড্রেসিংরুমে এবার ভাইরাল সাংবাদিকের প্রশ্ন (টুইটার)
KKR IPL 2024: সদ্য চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআর ড্রেসিংরুমে নারিন-রাসেলকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই ভাইরাল প্রশ্ন, "ফাইনাল ম্যাচ, ইত্তর পারফর্ম, হোয়াট হ্যাপেনিং…" আর ভাইরাল প্রশ্নের মুখে নিজেদের আর সংযত রাখতে পারেননি কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করা দুই ক্যারিবীয় সুপারস্টার।
Andre Russell Sunil Narine News: কেকেআর ড্রেসিংরুমে এবার ভাইরাল সাংবাদিকের প্রশ্ন (টুইটার)
Andre Russell Sunil Narine Viral Interview Question: ক্রিকেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে বিপিএল সাক্ষাৎকারের কথোপকথন। যেখানে বাংলাদেশ সাংবাদিক খুঁড়িয়ে খুঁড়িয়ে মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের জিজ্ঞাসা করছেন, "ফাইনাল ম্যাচ, ইওর পারফর্ম, হোয়াট হ্যাপেনিং…"। প্রশ্ন কর্তার জিজ্ঞেস করার ধরণ নিয়ে হেসে কুটোপাটি হয়েছে ক্রিকেট দুনিয়া।
সেই ঘটনাই এবার দেখা গেল আইপিএলেও। কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর ড্রেসিংরুমেও রাসেল-নারিনরা ঠাট্টায় মেতে রইলেন বাংলাদেশি সাংবাদিকের ভাইরাল সেই প্রশ্ন নিয়ে। কেকেআরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ভিডিও পোস্ট করতেই ফের একবার আলোচনায় অতীতের সেই ভাইরাল ঘটনা।
সদ্য চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআর ড্রেসিংরুমে নারিন-রাসেলকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই ভাইরাল প্রশ্ন, "ফাইনাল ম্যাচ, ইত্তর পারফর্ম, হোয়াট হ্যাপেনিং…" আর ভাইরাল প্রশ্নের মুখে নিজেদের আর সংযত রাখতে পারেননি কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করা দুই ক্যারিবীয় সুপারস্টার।
IYKYK 😆 pic.twitter.com/P1SO36WziN
— KolkataKnightRiders (@KKRiders) May 27, 2024
আরও পড়ুন: বাংলায় সড়গড়, ইংরেজিতে থতমত! IPL খেলতে এসে বিরাট বিপদে মুস্তাফিজুর রহমান
শুধু আইপিএলের চ্যাম্পিয়ন কেকেআর ড্রেসিংরুমেই নয়, পিএসএল জয়ী ইসলামাবাদ ইউনাইটেড ক্রিকেটারদেরও এই মন্তব্য নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠতে দেখা গিয়েছিল। ম্যাচের পর মাঠে ইসলামাবাদ তারকারা যখন জয় উদযাপন করতে ব্যস্ত, সেই সময় হঠাৎ দলের বিদেশি তারকা ম্যাথু ফোর্ডেকে দেখা যায় বাংলাদেশি সেই সাংবাদিককে নকল করে ইংরেজিতে সতীর্থদের কাছে প্রশ্ন করছেন, “ফাইনাল ম্যাচ, ইওর পারফর্ম, হোয়াট হ্যাপেনিং…” আর সেই প্রশ্ন শুনে হাসিতে ফেটে পড়তে দেখা গিয়েছে দলের কিউই তারকা কলিন মুনরোকে। পুরো ভিডিওটি ইসলামবাদ ইউনাইটেড পোস্ট করেছিল নিজেদের ফেসবুকে। তারপরেই ভাইরাল সেই ভিডিও।
Tough questions indeed!
Footage courtesy: NagorikTV pic.twitter.com/sy0h0AsX2t— Cricketangon (@cricketangon) February 17, 2023
পিএসএল কিংবা আইপিএলেও শুধু নয় পাকিস্তান ক্রিকেটাররা যখন আর্মি ট্রেনিং করেছিল কয়েক সপ্তাহ আগে। সেই সময় পাক ক্রিকেটারদের মজা করতে দেখা যায় বাংলাদেশি সাংবাদিকের এই ভাইরাল প্রশ্নে। এমনকি বাংলাদেশে সফররত জিম্বাবোয়ের ক্রিকেটাররাও এই ঘটনা নিয়ে মজা করেছেন কয়েক সপ্তাহ আগেই।
এমনিতে বিদেশি ভাষায় দক্ষতা না থাকা অপরাধ মোটেই নয়। বিশ্বের বহু ক্রীড়াবিদ নিজেদের মাতৃভাষাতেই ভাব বিনিময় করতে স্বচ্ছন্দ। তবে পেশার প্রয়োজনে এই আবেগকে দূরে সরিয়ে রাখতেই হয়। সড়গড় হতে হয় একাধিক ভাষায়। ইংরেজি আন্তর্জাতিক কমন ভাষা হওয়ায় সাধারণত এই ভাষাতেই বিদেশিদের সঙ্গে যোগসূত্র রাখার চেষ্টা করেন বিশ্বের সাংবাদিককুল। তবে এক্ষেত্রে ইংরেজিতে পারদর্শিতা ছাড়া বিদেশি ক্রিকেটারদের কাছে গিয়েই অন্যরকম ভাবে বাংলাদেশি সাংবাদিক শিরোনামে।