Advertisment

BPL mascot Dana: শহীদ স্মরণে অদ্ভুতুড়ে পাখিই নাকি ম্যাসকট! 'জুলাই বিপ্লব' কাহিনীতে হাসির খোরাক BPL

Bangladesh Premiere League: বাংলাদেশ প্রিমিয়ার লিগে অদ্ভুত ম্যাসকট সামনে আসতেই হাসির ফোয়ারা। ক্রিকেট দুনিয়ার কাছে হাসির খোরাক হয়ে গেল বিপিএল।

author-image
IE Bangla Sports Desk
New Update
BPL, MASCOT, বিপিএল, ম্যাসকট

BPL-MASCOT: বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাসকট। (ছবি: আইসিসি এবং টুইটার)

BPL mascot Dana 36 unveiled: তাদের প্রথম ম্যাসকট প্রকাশ করল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নাম দেওয়া হয়েছে 'দানা ৩৬'। জুলাই-আগস্ট আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে এই নতুন ম্যাসকটের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শজিব ভুঁইয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ-সহ বিশিষ্টরা অনুষ্ঠানে ছিলেন। ক্রীড়াবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পাশাপাশি তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও নিগার সুলতানার মত ক্রিকেট তারকারাও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Advertisment

টুর্নামেন্টের ব্র্যান্ডিং করতে একটি নতুন থিমগানও প্রকাশ করেছে বিপিএল। ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এই ম্যাসকট প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 'টুওয়ার্ডস বিল্ডিং এ নিউ বাংলাদেশ: ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৫,' শীর্ষক অনুষ্ঠানে মাসকটটি প্রকাশ করা হয়। ঐতিহাসিক জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সঙ্গে ক্রিকেট লিগকে বেঁধে রাখতে ম্যাসকটে বিশেষ নজর দিয়েছেন বিসিবি কর্তারা। বিপিএলের তরফে জানানো হয়েছে, এই মাসকট স্বাধীনতা, শান্তি, তারুণ্য এবং জীবনীশক্তির প্রতীক। এর নকশায় প্রসারিত ডানা-সহ একটি পায়রার মাথা ঠাঁই পেয়েছে। যার ৩৬টি পালক, জুলাই প্রতিবাদের প্রতীক। এই প্রতীক স্বাধীনতা এবং অগ্রগতির জন্য জাতির আকাঙ্ক্ষাকে বাংলাদেশের যুবসমাজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে। 

বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, বিপিএল এবছর স্থায়িত্ব এবং মূল্যবোধকে তুলে ধরার ওপর জোর দিয়েছে। তিনি জানিয়েছেন, এই লিগকে আরও প্রসারিত করতে বাংলাদেশের ৭টি সরকারি মন্ত্রক সাহায্য করবে। যুব উৎসব ২০২৫, বিপিএলের সঙ্গে একত্রে হবে। যেখানে ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা থাকবে। পাশাপাশি, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এই সব প্রতিযোগিতার সঙ্গেই চলবে পরিবেশ-বান্ধব বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান।

আরও পড়ুন- নাতি-নাতনিদের বলব, বুমরার বল ফেস করেছি! ভারতীয় কিংবদন্তিকে সেরার সম্মানে খুল্লামখুল্লা ট্র্যাভিস হেড

বিপিএল জুলাই-আগস্ট আন্দোলনকে সম্মান জানাতে নানাভাবে চেষ্টা চালাবে। প্রয়াত শহিদ মুগ্ধর সম্মানে বিনামূল্যে জলপানের ব্যবস্থা করা হবে। জুলাই ফাউন্ডেশনের জন্য দান করার বাক্সগুলো থাকবে গ্যালারিতে। পরিবেশের উন্নয়নে একটি ডেডিকেটেড বর্জ্যহীন এলাকাও গড়ে তোলা হবে। ৩০ ডিসেম্বর বিপিএল শুরু হবে। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি ঢাকায় অনূর্ধ্ব-২০ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনাল দিয়ে তা শেষ হবে। এই লিগ চলাকালীন ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে বিভিন্ন কনসার্টের আয়োজন করা হবে। সেগুলো হবে ২৩, ২৫ এবং ২৭ ডিসেম্বর। অনুরাগীরা ই-টিকিটের মাধ্যমেও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।

Bangladesh Cricket Bangladesh Premier League (BPL) Cricket News mascot Bangladesh Bangladesh Cricket Team ICC
Advertisment