Travis Head on facing Jasprit Bumrah in Border Gavaskar Trophy: বর্ডার-গাভাসকার ট্রফির মধ্যেই ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাকে প্রশংসার বন্যায় ভাসালেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। তিনি বলেছেন, 'আমার নাতি-নাতনিদের বলতে গর্ববোধ করব যে আমি বুমরার বিরুদ্ধে খেলেছি।' পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ট্র্যাভিস হেড যখন ক্রমশই সাবলীলভাবে খেলছেন, সেই সময় তাঁকে তুলে নেন বুমরা। ভারতীয় পেসারের বলের লেংথ বুঝতে পারেননি হেড। তার ফলেই তাঁকে উইকেট হারাতে হয়। পার্থের বোলিং বুঝিয়ে দিয়েছে যে বুমরাকে কেন সর্বকালের অন্যতম সেরা বোলার বলা হয়। ৩০ বছর বয়সি ভারতীয় ফাস্ট বোলারের ইন-সুইঙ্গার এবং আউট-সুইঙ্গার ধরতেই পারেননি সেরা অস্ট্রেলিয়ান ব্যাটাররা।
এই প্রসঙ্গে হেড সাংবাদিকদের বলেন, 'জসপ্রীত সেরা ফাস্ট বোলারদের একজন। আমরা দেখতে পাচ্ছি, ও কতটা চ্যালেঞ্জিং হতে পারে। ওঁর বিরুদ্ধে খেলতে পেরে ভালো লাগছে। কেরিয়ার শেষে নাতি-নাতনিদের বলব যে আমি ওঁর বিরুদ্ধে খেলেছি। ওঁর সঙ্গে খেলা মানেই সেটা বড়মাপের সিরিজ। আশাকরি, আমি আরও কয়েকবার ওঁর মুখোমুখি হব। আর, সেগুলোও হবে বেশ চ্যালেঞ্জিং।'
পার্থ টেস্টে বুমরার বলের লেংথ বুঝতে না পেরে হেড ঠিক করতে পারেননি এগিয়ে মারবেন। নাকি ব্যাকফুটে খেলবেন। শেষ পর্যন্ত তিনি পিছনের পায়ে একটি শট খেলার চেষ্টা করেন। বল তাঁর ব্যাটের প্রান্ত ছুঁয়ে উইকেটকিপার ঋষভ পন্থের কাছে চলে যায়। পার্থ ম্যাচে বুমরা ৮ উইকেট নিয়েছেন। দুর্দান্ত ডেলিভারিতে আউট করেছেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুসেনকে। দু'জনকেই প্রায় একই ধরনের ডেলিভারিতে বোকা বানান বুমরা।
আরও পড়ুন- ইন্ডিয়ায় খেলে ওঁদের মেরে এসো... পাকিস্তানি ক্রিকেটারদের বিস্ফোরক পরামর্শ এবার স্বয়ং শোয়েবের
দলের ওই দুই ব্যাটার সম্পর্কে হেড বলেন, 'ওঁরা আমার কাছে ব্যাটিং টিপস নিতে আসছে না, এটা নিশ্চিত। প্রত্যেকে বিভিন্ন কায়দায় খেলার চেষ্টা করে। তবে, আমরা আগামী তিন-চার দিনের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা বলব। শুধু এটুকু বলে রাখছি, বুমরা একদম অন্যরকম। অন্য যে কোনও বোলারের চেয়ে আলাদা। প্রতিটি ব্যাটারের জন্য ও আলাদারকম পরিকল্পনা ছকে রাখে।'