পরের মাসে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ মাঠে নামতে প্রস্তুত। তবে পাকিস্তানে নয়, এবার নিরপেক্ষ ভেন্যুর দাবি তুলল বিসিবি। বিসিবি-র প্রধান কার্যনির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে তাঁরা টেস্ট সিরিজ খেলতে চাইছেন।
প্রায় এক দশক পরে পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফিরেছে শ্রীলঙ্কা সিরিজের মাধ্যমে। এতেই উৎসাহিত হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে হোম সিরিজ আর নয়। ঘরের মাঠেই এবার হোম সিরিজ খেলবে পাকিস্তান।
তবে পাকিস্তানের আশ্বাস সত্ত্বেও বাংলাদেশ পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে আগ্রহী নয়। বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির প্রধান কার্যনির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, "নিজেদের দাবিতে আমরা অনঢ়। আমরা কেবলমাত্র পাকিস্তানের মাটিতে টি২০ সিরিজ খেলতে চাইছি।" নিজেদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তিনি ব্যাখ্যা করে জানিয়েছেন, "এই সিরিজে যারা অংশীদার রয়েছে, তারা কোনওভাবেই চায়না আমরা পাকিস্তানের মাটিতে টেস্ট খেলি।"
লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি২০ টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে তার আগে পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্ট সিরিজের ভেন্যু নিয়েই এবার জটিলতা তুঙ্গে। সোমবারেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০ সিরিজ জয় সম্পন্ন করেছে পাকিস্তান। তারপরেই এমন ঘটনা।
নিজামুদ্দিন সাফ জানিয়েছেন, "আমাদের হাতে অন্য কোনও অপশন খোলা নেই। আমরা টি২০ খেলতেই পারি। তবে টেস্ট খেললে অবশ্যই তা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে।"
এর আগে পিসিবি চেয়ারম্যান এহসান মানি আইসিসি-র গভর্নিং কাউন্সিলের বৈঠকে ইঙ্গিত দিয়েছিলেন, বাংলাদেশ পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে অস্বীকার করতে পারে। সেই সময় এহসান মানি পাকিস্তানেই পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলার উপরে জোর দিয়ে জানিয়েছিলেন, "বাংলাদেশ বা অন্য কোনও প্রতিপক্ষের বিপক্ষে পাকিস্তানের সমস্ত ম্যাচ পাকিস্তানেই হবে। আশা করি বাংলাদেশের ক্রিকেট বোর্ড এই বিষয়ে সহমত পোষন করবে এবং এখানেই খেলবে।"
Read the full article in ENGLISH