Advertisment

Bangladesh captain Najmul Hossain Shanto: প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দেব! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে মুখ ফস্কে বিস্ফোরক টাইগার শান্ত

Najmul Hossain Shanto on Shakib Al Hasan's absence: কথার মধ্যে কটাক্ষ? প্রত্যেকদিন ফেসবুকে কেন স্ট্যাটাস দিতে চাইছেন টাইগার ক্যাপ্টেন, জেনে নিন

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Najmul Shanto, Bangladesh, নাজমুল শান্ত, বাংলাদেশ

Najmul Shanto Bangladesh: সাংবাদিক বৈঠকে নাজমুল হোসেন শান্ত। (ছবি- টুইটার)

Najmul Hossain Shanto on Shakib Al Hasan's absense: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করলেন সেদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার ঢাকার মিরপুরে শুরু হতে চলেছে দুই ম্যাচের বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সেই সিরিজের আগের দিন রবিবার, সাংবাদিক বৈঠক করেন বাংলাদেশের অধিনায়ক। সেই সময়ই তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন। যা কার্যত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisment

শান্ত বলেন, 'বিতর্ক এড়াতে এবার থেকে আমিও প্রতিদিন কিছু না কিছু লিখে পোস্ট করব।' শান্তর এই বক্তব্যের কারণ, বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি বাংলাদেশ দল ভারতে টেস্ট সিরিজ এবং টি২০ সিরিজ খেলার সময়ই সাকিব তাঁর অবসরের ব্যাপার ঘোষণা করেছিলেন। তিনি মিরপুর টেস্ট খেলে অবসর নিতে চাইছিলেন। বাংলাদেশবাসীর কাছে তাঁকে সেই সুযোগ দেওয়ারও আবেদন করেছিলেন। এরপর সাকিবকে জাতীয় দলে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু, তিনি বাংলাদেশে ফিরবেন জেনেই শুরু হয়ে যায় তীব্র বিক্ষোভ। যার ফলে, সাকিব আর বাংলাদেশে ফেরেননি।   

এনিয়েই সাংবাদিক বৈঠকে বাংলাদেশ অধিনায়ক প্রশ্নের মুখে পড়েছিলেন। সেই সময়ই তিনি বলেন, 'আমরা সবাই জানি যে কেন তিনি প্রথম টেস্ট ম্যাচ খেলছেন না। কিন্তু, সাংবাদিক বৈঠকে কিছু বললেই তো আর সবকিছু হয়ে যাবে না। তাহলে, তো বর্তমান সময়ে আমিও প্রতিদিন ফেসবুকে একটা করে স্ট্যাটাস দেব। তাতে সব সমস্যা মিটে যাবে। আমি এখন তেমনটাই চিন্তা করছি।'

আরও পড়ুন- দিল্লি ক্যাপিটালস-এ চাকরি নেই, তবু IPL নিলামে থাকবেন সৌরভ! বড় আপডেট প্রকাশ্যে

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এই টেস্ট খেলতে না পারায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ প্রিন্স সাকিবকে খেলতে না দেওয়ার প্রতিবাদ করেছেন। সাকিব ভক্তরা আবার আইসিসির কাছে ইমেল করেছেন। তাঁরা ১২ হাজার ইমেল পাঠাচ্ছেন বলে জানিয়েছেন। সেসব ইমেলে বাংলাদেশকে ক্রিকেট দুনিয়া থেকে সাসপেন্ড করার আবেদনও জানাচ্ছেন সাকিব ভক্তরা। 

Cricket News Shakib Al-Hasan Bangladesh Cricket Team Najmul Hossain Shanto
Advertisment