Advertisment

Shakib Al Hasan Banned from Bowling in ECB: ক্রিকেট মাঠে 'নিষিদ্ধ' সাকিব! বড় সিদ্ধান্ত নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

Shakib Al Hasan news: সময় মোটেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। দেশে ফেরার দরজা আপাতত বন্ধ হয়ে গিয়েছে তাঁর কাছে। এবার ক্রিকেট মাঠেও নিষেধাজ্ঞার মুখে পড়লেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Shakib Al Hasan farewell test, সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট,

Shakib Al Hasan ECB ban: ইসিবিতে নিষেধাজ্ঞার মুখে সাকিব আল হাসান (টুইটার)

Shakib Al Hasan Suspended from Bowling in ECB Competitions: ইংল্যান্ডের ঘরোয়া লিগে আর বোলিং করতে পারবেন না বাংলাদেশের বোলার সাকিব আল হাসান। তাঁর বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেপ্টেম্বরে সমারসেটের কাছে হেরে গিয়েছে সাকিবের ক্লাব সারে। তারপরই সাকিবের বোলিং তদন্তের মুখে পড়ে।

Advertisment

সারের হয়ে ওই ম্যাচে সাকিব প্রথম ইনিংসে ১২ ও দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হন। ওই ম্যাচের পর শুরু হয় তদন্ত। সেই তদন্তের ফল শুক্রবার জানানো হল। ইসিবি সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে।

এই ব্যাপারে ইসিবির তরফে বলা হয়েছে, 'বাংলাদেশের ক্রিকেটারের বোলিংয়ের মূল্যায়ন করা হয়েছে। তারপরই তাঁর বোলিং প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হল। সেপ্টেম্বরে সমারসেটের বিরুদ্ধে কাউন্ট চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে আম্পায়াররা অভিযোগ জানিয়েছিলেন। এবারের গোড়ার দিকে লফবরো ইউনিভার্সিটিতে তাঁর বোলিংয়ের মূল্যায়ন হয়েছে।"

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় অভিষেক বাংলার পেসারের! জোড়া বদল ঘটিয়ে ব্রিসবেন টেস্টে ভারত, সেরা ১১ টিম ইন্ডিয়ার

Advertisment

"তাতে দেখা গিয়েছে, বল করার সময় সাকিবের কনুই বিধি ভেঙে ১৫ ডিগ্রির বেশি ভাঙছে। তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ১০ ডিসেম্বরের পর থেকে কার্যকর হল। ক্রিকেট বিধি অনুযায়ী অবৈধ বোলিং অ্যাকশনের পর্যালোচনার পর এই নিষেধাজ্ঞা জারি করল ইসিবি।'

বাংলাদেশের আওয়ামি লিগ সরকারের পতনের পর ৩৭ বছর বয়সি সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ার টেকানো দায় হয়ে উঠেছে। সেই বিতর্ক এখনও থামেনি। সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। বাংলাদেশে ফিরলে তাঁকে ক্রিকেট খেলতে দেওয়া হবে কি না, তা নিয়েও বাংলাদেশের বর্তমান প্রশাসন সাকিবকে কোনও নিশ্চয়তা দিতে পারেনি।

সাকিব আগেই টেস্ট এবং টি২০ থেকে অবসরের কথা জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে সদ্য সমাপ্ত সিরিজে তিনি শেষ টেস্ট খেলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু, তাঁর ব্যক্তিগত নিরাপত্তার অভাবে সাকিবের সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। এই পরিস্থিতিতে সাকিব জানিয়েছেন যে তিনি আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে একদিনের ক্রিকেটের ফরম্যাটে। ফলে, তা নিয়ে খেলতে সাকিবের কোনও অসুবিধা নেই। ম্যাচগুলো হবে পাকিস্তানে। এখন দেখার যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে রাখে কি না।

Bangladesh Cricket Bangladesh Shakib Al-Hasan England Cricket Team Bangladesh Cricket Team
Advertisment