Bangladesh vs Pakistan 1st T20I Highlights: ICC T20 র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা বাংলাদেশ (Bangladesh Cricket Team) শক্তিশালী পাকিস্তানকে (Pakistan Cricket Team) সিরিজের প্রথম ম্যাচে হাসতে হাসতে হারিয়ে চমকে দিল। পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ‘স্বাধীন’ বাংলাদেশ। রবিবার রাতে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-২০ ম্যাচে (BAN vs PAK) বাংলাদেশ মাত্র তিন উইকেট হারিয়ে ১৬তম ওভারেই ১১১ রানের টার্গেট হাসিল করে নেয়। ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৯ বলে অপরাজিত ৫৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। সিরিজের পরবর্তী ম্যাচ (Bangladesh vs Pakistan) ২২ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে।
মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান
এর আগে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না তা বোলাররা প্রমাণ করে দেন পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে দিয়ে। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন অভিজ্ঞ ওপেনার ফখর জামান, তিনি ৩৪ বলে ৪৪ রান করেন। দলের সাতজন ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। পাকিস্তানের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার সলমন মির্জা দুটি উইকেট শিকার করেন।
আরও পড়ুন বাংলাদেশকে 'নাগিন ডান্স' করাল শ্রীলঙ্কা, প্রথম টি-২০'তে শিকার করল টাইগারদের
বাংলাদেশের ট্রাম্প কার্ড তাসকিন
বাংলাদেশ দলে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের পরিবর্তে তাসকিন আহমেদকে খেলায়, আর লিটনের এই সিদ্ধান্ত কার্যকর প্রমাণিত হয়। ১৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ তাসকিন এই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। তিনি সাইম আয়ুব (৬), আব্বাস আফ্রিদি (২২) এবং ফহিম আশরাফ (৫)-কে আউট করেন। পাশাপাশি তিনি দুটি রান আউটেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নয়টি টস হারার পর জয় পেলেন লিটন
এই ম্যাচের আগে টানা নয়টি টি-২০ ম্যাচে টস হেরেছিলেন লিটন দাস। অবশেষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত দেন এবং তা কার্যকর হয়।
পাকিস্তানের সব কৌশল ভেস্তে গেল
পাকিস্তান দলে দুটি পরিবর্তন আনতে হয়। ইনজুরির কারণে শাদাব খান ও হাসান আলি খেলেননি। শাদাবের জায়গায় আসেন মহম্মদ নবী এবং হাসানের পরিবর্তে অভিষেক করেন সলমন মির্জা। সাহিবজাদা ফারহানের পরিবর্তে দলে নেওয়া হয় ফখর জামানকে, যিনি ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। তবুও পাকিস্তান কোনওভাবেই ম্যাচে ফিরতে পারেনি।