Advertisment

ব্যাটের মাঝেই বল, তবুও DRS! নিজেদেরই হাসির খোরাক করল বাংলাদেশ, ভিডিও দেখুন

নিউজিল্যান্ডে গিয়ে স্বপ্নের পারফরম্যান্স মেলে ধরছে বাংলাদেশ। তবে এর মধ্যেই হাস্যকর ডিআরএস নিয়ে নজরে উঠে এলেন বাংলাদেশিরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ডিআরএস ক্রিকেট অধিনায়কদের কাছে এক বড়সড় চ্যালেঞ্জ। বিরাট প্রহেলিকার মত। সঠিকভাবে ব্যবহার করতে পারলেই কেল্লাফতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেশ দাপুটে পারফরম্যান্স উপহার দিচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তবে প্ৰথম টেস্টের চতুর্থ দিন অদ্ভুত ডিআরএস নিয়ে শিরোনামে উঠে এলেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক।

Advertisment

বিদেশে নিউজিল্যান্ডের মাটিতেই বাংলাদেশি ক্রিকেটাররা প্রায় প্রতিদিন দুর্ধর্ষ পারফরম্যান্স মেলে ধরছেন। সম্প্রতি ক্রিকেট বিশ্বে বাংলাদেশিদের ক্রিকেটীয় লড়াই আলাদা আলোচনার জন্ম দিয়েছে অ্যাসেজ, বা দক্ষিণ আফ্রিকা-ভারতের মত ব্লকবাস্টার সিরিজ চলাকালীনই।

আরও পড়ুন: হেড কোচ এবার নেহরা! বিরাট দায়িত্ব পেতে চলেছেন স্পিডস্টার

তবে বাংলাদেশ যে এখনও শিক্ষানবিশ ক্রিকেটে, সেটাই যেন কার্যত প্রমাণ হয়ে গেল মাউন্ট মাউনগুইয়ের টেস্টে। ব্যাটে বল লাগলেও অদ্ভুতভাবে রিভিউয়ের আবেদন করে বসলেন বাংলাদেশি ক্যাপ্টেন মুমিনুল। রস টেলর সেই সময় ক্রিজে ছিলেন। বল করছিলেন তাসকিন আহমেদ। তাসকিনের ফুল লেংথের বল ব্যাটের মাঝামাঝি অংশ দিয়ে খেলেন টেলর। তা সত্ত্বেও মুমিনুল হক রিভিউয়ের জন্য আবেদন করে বসলেন।

তবে রিপ্লে দেখে বাংলাদেশি ক্রিকেটাররাই মাঠে বিড়ম্বনার মুখে পড়েন। ব্যাটে বল আঘাত করার সময় টেলরের প্যাড-পা থেকে কয়েক গজ দূরে ছিল। খালি চোখে তা স্পষ্ট ধরা পড়লেও রিভিউ নিতে বিলম্ব করেননি বাংলাদেশিরা। তাছাড়া সেটাই ছিল বাংলাদেশিদের হাতে শেষ রিভিউয়ের অপশন। তা এভাবে অপচয় হওয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েন ক্যাপ্টেন মুমিনুল।

যাইহোক, এখনও ম্যাচের একদিন অবশিষ্ট রয়েছে। টেস্টে শেষদিনে বাংলাদেশ নিউজিল্যান্ডকে তাঁদের ঘরের মাঠেই হারিয়ে দিতে পারে। এমন সম্ভবনা রয়েছে। নিউজিল্যান্ডের প্ৰথম ইনিংসে ৩২৮ রানের জবাবে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলে দিয়েছিল ৪৫৮ রান। দ্বিতীয় ইনিংসে ব্ল্যাক ক্যাপসরা আবার ১৪৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৫ উইকেট।

আরও পড়ুন: সেরার সেরা লড়াইয়ে মাঠে ফের যুবি-ভাজ্জি-শেওয়াগ! প্রতিপক্ষ শোয়েব-মুরলিরা

চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ড মাত্র ১৭ রানে এগিয়ে রয়েছে। হাতে রয়েছে মাত্র ৫ উইকেট। এমন অবস্থায় শেষদিনে ম্যাচ বাঁচানো কিউয়িদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। বে ওভালের পঞ্চম দিনেই ঠিক হয়ে যাবে বাংলাদেশ তাঁদের টেস্টের ইতিহাসে অন্যতম সেরা জয় তুলে নিতে পারবে কিনা।

এই মুহূর্তে কিউয়িদের হয়ে ব্যাট করছেন রস টেলর (৩৭) এবং রচিন রবীন্দ্র (৬)। বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ইবাদত হোসেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bangladesh New Zealand Bangladesh Cricket Cricket News
Advertisment