Pakistan vs Bangladesh: বৃষ্টিতে বাতিল পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল দু'দলই

PAK vs BAN Champions Trophy: টুর্নামেন্টের আয়োজক ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশ, দুই দলের কেউ চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচে জেতেনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
pak vs ban: বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে পণ্ড

pak vs ban: বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে পণ্ড। (ছবি- আইসিসি)

bangladesh vs pakistan, पाकिस्तान बनाम बांगलादेश, पाकिस्तान वि बांगलादेश: পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর এই নবম ম্যাচ টানা বৃষ্টি চলতে থাকায় বাতিল করতে বাধ্য হন আম্পায়াররা। বৃহস্পতিবার পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু, বৃষ্টি থামার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করতে হল। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশ এবং পাকিস্তানের চলতি টুর্নামেন্টে এটাই ছিল শেষ ম্যাচ। এই দুই দলই ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে। টুর্নামেন্টে দুই দলের একদলও একটিও ম্যাচ জিততে পারেনি।

Advertisment

বৃহস্পতিবার ম্যাচ দুপুর ২:৩০ থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টির জন্য টসও হয়নি। অবশেষে বৃষ্টি না থামায় ম্যাচটি বাতিল করা হয়। পাকিস্তানের জন্য এটি অত্যন্ত লজ্জার বিষয়, তারা ক্রিকেট দুনিয়ায় উজ্জ্বল ঐতিহ্য থাকার পরও এবার একটি ম্যাচও জিততে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, পাকিস্তানই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মধ্যে আবার হুংকার ছেড়েছিলেন, ভারতকে হারাবেন। কিন্তু, শেষ পর্যন্ত দেখা গেল যে টুর্নামেন্টের মাঝপথেই বিদায় নিল পাকিস্তান।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার দায় স্বীকার আকিবের, পদত্যাগের মুখে পাকিস্তান কোচ?

পাকিস্তান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। এরপর ভারতও পাকিস্তানকে হারায়। এবার তাদের শেষ গ্রুপ ম্যাচটিও বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল। বাংলাদেশও ভারত এবং নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। তাই তারাও ছিটকে গিয়েছে গ্রুপ পর্ব থেকে। সেই কারণে বৃহস্পতিবারের ম্যাচটা ছিল স্রেফ সম্মানরক্ষার লড়াই, শুধুই আনুষ্ঠানিকতা। কিন্তু, বৃষ্টির জন্য সেই ম্যাচ খেলাও সম্ভব হল না দুই দলের কারও পক্ষেই। এর আগে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচও রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে বাতিল হয়েছে।

Advertisment

আরও পড়ুন- অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত, কী প্রভাব পড়ল চ্যাম্পিয়ন্স ট্রফি-তে?

স্কোয়াড:

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সাউদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলি আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মহম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মোঃ মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

বুধবারের ম্যাচের আপডেট:

বুধবার গ্রুপ বি-তে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত খেলে আফগানিস্তান জয় ছিনিয়ে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে, আফগানিস্তান আইসিসি পুরুষদের ওয়ানডে টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর করেছে। ইব্রাহিম জাদরান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর (১৭৭) রান করেছেন। আর, আফগানিস্তান ৭ উইকেেটে তুলেছে ৩২৫ রান।

ইংল্যান্ডের হয়ে জো রুট লড়াই চালিয়ে গেলেও আফগান বোলাররা ম্যাচ বের করে নেয়। আজমতুল্লাহ ওমরজাই ৫৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হয়েছেন। এই ফলাফলের ফলে ইংল্যান্ড সেমিফাইনালে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে। আর, আফগানিস্তান এখন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে রয়েছে।

ICC Champions Trophy Cricket News Bangladesh Cricket Team Pakistan Cricket Team