Bangladesh Cricket Team: চলতি মাসেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের জন্য বিসিবি স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। দলের প্রাক্তন অধিনায়ক নাজমূল হাসান শান্তকে ড্রপ করা হয়েছে।
অন্যদিকে, এন্ট্রি নিয়েছেন দুই পেস তারকা তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। এর পাশাপাশি প্রায় ১ বছর পর বাংলাদেশ ক্রিকেট দলে কামব্যাক করতে চলেছেন এক তারকা অলরাউন্ডার। আগামী ১০ জুলাই থেকে এই সিরিজ শুরু হবে। শেষ ম্য়াচ খেলা হবে ১৬ জুলাই।
Bangladesh Cricket Fan: 'বিশ্বকাপ না জিতলে বিয়ে করব না', আজব দাবি বাংলাদেশি সমর্থকের
বাদ পড়লেন ৬ ক্রিকেটার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন এই টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। প্রাক্তন অধিনায়ক নাজমূল হাসান শান্তকে দল থেকে পত্রপাঠ বিদায় করা হয়েছে। সম্প্রতি তিনি ব্য়াটিংয়ের উপর বেশি করে ফোকাস করার জন্য়ই অধিনায়কত্ব ছেড়েছিলেন। এবার দল থেকেই তাঁকে বাদ দেওয়া হল। শান্ত ছাড়াও সৌম্য সরকার, হাসান মেহমুদ, তনভীর ইসলাম, নাহিদ রানা এবং খালিদ আহমেদকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে গত টি-২০ সিরিজে বাংলাদেশের এই ৬ ক্রিকেটার খেলেছিলেন।
Bangladesh Cricket Board: বাংলাদেশ ক্রিকেটে ফের ডামাডোল, অপসারিত বোর্ড প্রধান ফারুক আহমেদ
১ বছর পর টাইগার ব্রিগেডে ফিরলেন তরকা অলরাউন্ডার
প্রায় এক বছর পর আবারও বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলে কামব্যাক করলেন অলরাউন্ডার মহম্মদ সইফুদ্দিন। ব্যাট এবং বল দুটো ডিপার্টমেন্টেই নজর কাড়তে তিনি সিদ্ধহস্ত। এছাড়া ডানহাতি তাসকিন আহমেদ ছাড়াও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং স্পিনার নাসুম আহমেদ টি-২০ স্কোয়াডে প্রত্যাবর্তন করেছেন।
Bangladesh Cricket: মিইয়ে গেল বাঘের গর্জন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ল্যাজেগোবরে বাংলাদেশ
আপাতত ওয়ানডে সিরিজ খেলতে দুটো দল
আপাতত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে সিরিজ চলছে। প্রথম ম্য়াচে শ্রীলঙ্কা ৭৭ রানে জয়লাভ করেছিল। দ্বিতীয় ম্য়াচ আজ অর্থাৎ ৫ জুলাই চলছে। আর সিরিজের অন্তিম তথা তৃতীয় ম্য়াচ আগামী ৮ জুলাই আয়োজন করা হবে। এই সিরিজের আয়োজক দেশ শ্রীলঙ্কা আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ইতিপূর্বে, এই দুটো দলের মধ্যে টেস্ট সিরিজও আয়োজন করা হয়েছিল। প্রথম ম্য়াচটা ড্র হলেও, দ্বিতীয় ম্য়াচে শ্রীলঙ্কা এক ইনিংস এবং ৭৮ রানের একটি বিশাল ব্যবধানে জয়লাভ করে।
Bangladesh Cricket Team: চরম বেইজ্জতি বাংলাদেশ ক্রিকেটের, তড়িঘড়ি নেওয়া হল বড় সিদ্ধান্ত!
টি-২০ সিরিজের জন্য বাংলাদেশের ক্রিকেট স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হুসেন ইমন, মহম্মদ নইম শেখ, তৌহিদ হৃদয়, জাকের আলি অনীক, শামীম হুসেন পাটওয়ারি, মেহদি হাসান মিরাজ, রিশাদ হুসেন, শাক মেহদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মহম্মদ সইফুদ্দিন।