Bangladesh Cricket Fan: 'বিশ্বকাপ না জিতলে বিয়ে করব না', আজব দাবি বাংলাদেশি সমর্থকের

Bangladesh fan viral post: বাংলাদেশের একজন ক্রিকেট ফ্যান ভীষ্ম-প্রতিজ্ঞা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছে টাইগারবাহিনী যতদিন না পর্যন্ত বিশ্বকাপ জয় করবে, ততদিন তিনি বিয়ে করবেন না।

Bangladesh fan viral post: বাংলাদেশের একজন ক্রিকেট ফ্যান ভীষ্ম-প্রতিজ্ঞা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছে টাইগারবাহিনী যতদিন না পর্যন্ত বিশ্বকাপ জয় করবে, ততদিন তিনি বিয়ে করবেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bangladesh Cricket Fan

ভীষ্মের প্রতিজ্ঞা করলেন বাংলাদেশের এক ক্রিকেট সমর্থক

Bangladesh Cricket Team: বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা যে কতটা করুণ, সেটা বোঝানোর জন্য় বোধহয় কোনও উপমাই যথেষ্ট নয়। বুধবার (২১ মে) সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচ খেলতে নেমেছিল টাইগারবাহিনী। কিন্তু, ম্য়াচটা তারা ৭ উইকেটে হেরে যায়। আর সেইসঙ্গে তিন ম্য়াচের এই সিরিজ ২-১ ব্যবধানে হাতছাড়াও হয়ে যায়। বাংলাদেশি ক্রিকেটারদের এই পারফরম্য়ান্স দেখার পর ক্রিকেট দুনিয়ায় ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।

Advertisment

ইতিমধ্যে এক বাংলাদেশি ক্রিকেট সমর্থকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মনে করা হচ্ছে, তিনিও বোধহয় শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রিয় দলের খেলা দেখতে এসেছিলেন। তো, এই টাইগার সমর্থকের হাতে একটি সাদা কাগজ দেখতে পাওয়া গিয়েছে। সেখানে লেখা রয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট দল যতদিন না পর্যন্ত বিশ্বকাপ জিততে পারবে, ততদিন আমি বিয়ে করব না।' এই ভীষ্ম-প্রতিজ্ঞা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, যারা সংযুক্ত আরব আমিরশাহীর মতো দুর্বল দলের বিরুদ্ধে ল্যাজে-গোবরে হয়ে যায়, তারা কোন সাহসে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে? 

গত ২ বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল

এই প্রসঙ্গে, গত ২ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল কেমন পারফরম্য়ান্স করেছিল, সেটা একবার জানিয়ে দেওয়া ভাল। ২০২৪ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইট পর্বে ২ ম্য়াচ খেলেছিল। প্রথম ম্য়াচে তারা আফগানিস্তানের কাছে হেরে যায়। পরের ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। জোড়া পরাজয়ের পর তাদের আর পর্বের রাউন্ডে যাওয়ার সৌভাগ্য হয়নি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তারা একমাত্র আফগানিস্তানের বিরুদ্ধেই জিততে পেরেছিল। বাকি প্রত্যেকটা দলের কাছে হেরে যায়। ২০২৬ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে শান্ত-লিটনরা কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই আপাতত টাইগার সমর্থকরা তাকিয়ে রয়েছেন।

Advertisment

UAE vs BAN: মরুদেশে লজ্জায় মুখ ঢাকল শান্ত-লিটনদের, টাইগারদের বিড়াল বানিয়ে ছাড়ল আমিরশাহী

এবার ম্য়াচের কথায় আসা যাক। এই ম্য়াচে টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১৬২ রান তুলেছিল। দলের হয়ে সর্বাধিক রান করেন জাকের আলি (৪১)। এছাড়া ৪০ রান করেন ওপেনার তানজিদ হাসান। UAE বোলারদের মধ্যে তিনটে উইকেট শিকার করেন হায়দার আলি। এছাড়া দুটো করে উইকেট তুলে নেন মতিউল্লাহ খান এবং সাগির খান। একটি করে উইকেট পেয়েছেন আকিফ রাজা এবং ধ্রুব পরাশর।

Bangladeshi Footballer Crying: ফাইনাল হারতেই কেঁদে ভাসাল বাংলাদেশ, বুকে টেনে স্বান্ত্বনা ভারতের! দেখুন ভিডিও

এরপর শুরু হয় আরব আমিরশাহীর ব্যাটিং। দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি হাঁকান আলিশান শরাফু। ৪৭ বলে ৬৮ রান করে তিনি অপরাজিত থাকেন। অন্যদিকে ৪১ রানে অপরাজিত থাকেন আসিফ খান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন।

Bangladesh Cricket Team