Advertisment

নেচে হাতাহাতি হওয়ার উপক্রম! প্রতিপক্ষের সঙ্গে ঢুঁসোঢুঁসি বাংলাদেশের তাসকিনের, দেখুন ঝামেলার ভিডিও

বিদেশে গিয়ে জিম্বাবোয়ে পেসারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। রাগিয়ে দিলেন জিম্বাবোয়ের স্পিডস্টারকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মাঠেই এবার সরাসরি লেগে গেল বাংলাদেশের তাসকিন আহমেদ এবং জিম্বাবোয়ের ব্লেসিং মুজরাবানির। বাংলাদেশ হারারেতে জিম্বাবোয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে। সেই ম্যাচেই ঝামেলায় জড়িয়ে পড়লেন দুই দলের দুই তারকা। বৃহস্পতিবার মুজরাবানিকে দেখা গেল তাসকিনের হেলমেটে গিয়ে ঢুঁসো মারছেন।

Advertisment

আসলে ব্যাট হাতে তাসকিন আহমেদ ১০ নম্বরে ব্যাট করতে নেমে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন। বাংলাদেশ একসময় ১৩২ রান স্কোরবোর্ডে তুলতেই হারিয়ে ফেলেছিল ৬ উইকেট। সেখান থেকে ১৩৫ বলে ৭৫ রানের সাহায্যে তাসকিন ১৯১ রানের দুরন্ত পার্টনারশিপ গড়ে যান মাহমুদুল্লাহর সঙ্গে। আর এতেই চরম হতাশ হয়ে পড়েন জিম্বাবোয়ের ফাস্ট বোলার মুজরাবানি।

আরো পড়ুন: সৌরভ-দিবসে বেহালার বাড়িতে মমতা! নয়া জল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রীকে শাড়ি উপহার মহারাজের

বাংলাদেশের ইনিংসের ৮৫তম ওভারের ঘটনা। সেই ওভারের চতুর্থ বলে মুজরাবানির দুর্ধর্ষ শর্ট ডেলিভারি দারুণ দক্ষতায় লিভ করেন তাসকিন। তারপরেই পিচেই হালকা নাচের ভঙ্গিতে কোমড় ঘোরান। এতেই হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন মুজরাবানি। তারপরেই ঝামেলায় জড়ান দুই তারকা।

বাংলাদেশের প্ৰথম ইনিংসের ত্রাতা মাহমুদুল্লাহ। ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৫০ করে যান তিনি। ১৩২ রানে হাফডজন উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় সপ্তম উইকেটে মাহমুদুল্লাহ এবং লিটন দাসের ১৩৮ রানের পার্টনারশিপে ভর করে। লিটন দাস সেঞ্চুরির আগে ৯৫ রানে আউট হয়ে যান। বাংলাদেশের টেলএন্ডাররা শেষ ৪ উইকেটে স্কোরবোর্ডে ৩৩৮ রান যোগ করেন।

মুজরাবানি ৯৪ রানের বিনিময়ে ৪ উইকেট নিলেও বাকি বোলাররা জিম্বাবোয়েকে ঘরের মাঠে সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারেননি। জিম্বাবোয়ে ব্যাট করতে নেমে ওপেনার মিল্টন শুম্বাকে (৪১) হারিয়েছে। ক্রিজে অধিনায়ক ব্রেন্ডন টেলরের (৩৭) সঙ্গেই ক্রিজে ব্যাট করছেন তাকুওয়ানাসি কাইতানো (৩৩)। এখনো জিম্বাবোয়ে পিছিয়ে ৩৫৪ রানে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Bangladesh Cricket News Sports News Bangladesh Cricket
Advertisment