Happy Birthday Sourav Ganguly: সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালা হাজির হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ তাঁর হাতে একটি শাড়ি তুলে দিলেন।
Happy Birthday Sourav Ganguly: সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালা হাজির হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ তাঁর হাতে একটি শাড়ি তুলে দিলেন।
সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেহালা হাজির হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ তাঁর হাতে একটি শাড়ি তুলে দিলেন।
মহারাজের জন্মদিন বলে কথা! জীবনের বাইশ গজে হাফসেঞ্চুরি করবেন পরের বছর। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯তম জন্মদিনে সটান বেহালার বাড়িতে হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisment
গোটা ক্রিকেট বিশ্বে আজ সৌরভ-দিবস। ক্রিকেটের প্রাঙ্গনে যেমন জন্মদিনে শচীন, শেওয়াগ থেকে হালফিলের ঋষভ পন্থের শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন, তেমন বলিউডের একের পর এক সেলেব কুলও মহারাজকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
সেই সময় অমিত শাহ থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। বিধানসভা ভোটের আগে সৌরভকে নিয়ে রাজনীতির ময়দানে বেশ আগ্রহও তৈরি হয়। সমস্ত জল্পনা উড়িয়ে তিনি অবশ্য কোনো রাজনৈতিক দলেই যোগ দেননি।
রাজনীতির সংস্রব বাঁচিয়ে তিনি আপাতত পুরোপুরি নিয়োজিত ক্রিকেটের প্রশাসনে। আইপিএল এবং টি২০ বিশ্বকাপের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কিছুদিন আগেই উড়ে গিয়েছিলেন দুবাইয়ে। মুম্বইয়ে বোর্ডের মিটিংয়েও যোগ দিয়েছিলেন তিনি সশরীরে।
এর মধ্যেই জন্মদিনে স্বয়ং মুখ্যমন্ত্রী বেহালার বীরেন রায় রোডে হাজির হওয়ায় বেশ আগ্রহ তৈরি হয়েছে। যদিও ওয়াকিবহাল সূত্রের ধারণা একান্তই ব্যক্তিগত সম্পর্কের খাতিরে মুখ্যমন্ত্রী বাংলার আইকনের বাড়িতে হাজির হন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন