Ashwell Prince compares Shakib Al Hasan with Jacques Kallis: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক কালিসের সঙ্গে তুলনা করলেন প্রোটিয়াদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। যিনি কয়েক বছর আগেও বাংলাদেশের কোচিং স্টাফের অংশ ছিলেন। সোমবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুরে টেস্ট খেলবে বাংলাদেশ। তাঁর দেশে চলমান অশান্তি এড়াতে সেই টেস্ট-এ খেলছেন না সাকিব আল হাসান। সেনিয়ে বলতে গিয়েই প্রিন্স জানিয়েছেন, সাকিবের না থাকা বাংলাদেশ দলের ভারসাম্যকে অনেকটাই প্রভাবিত করবে। দক্ষিণ আফ্রিকার কাছে কালিস যতটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের কাছে সাকিব ঠিক ততটাই।
২০২১-এর জুলাই থেকে ২০২২-এর ফেব্রুয়ারি পর্যন্ত প্রিন্স টাইগারদেরও ব্যাটিং কোচ ছিলেন। এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, সাকিব বাংলাদেশ দলের কাছে এতটাই গুরুত্বপূর্ণ খেলোয়াড় যে তাঁর অভাব পূরণ করতে টাইগারদের দু'জন খেলোয়াড়ের দরকার পড়বে। এই ব্যাপারে বছর ৪৭-এর প্রিন্স বলেন, 'সাকিব সত্যিই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একদম জ্যাক কালিসের মত অলরাউন্ডার।'
প্রিন্সের কথায়, 'সাকিব একজন বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার। তিনি অলরাউন্ডার, ভালো ব্যাট করেন। এরকম খেলোয়াড় খুঁজে পাওয়া মুশকিল। সম্ভবত তাজিজুল ওঁর জায়গায় খেলবে। এখন দেখার যে সাকিবের জায়গায় একজন ব্যাটারের অভাব বাংলাদেশ কীভাবে পূরণ করে। তারা কী বর্তমান দলই খেলায় নাকি সাকিবের জায়গায় অন্য কোনও ব্যাটারকে দলে নেয়।'
প্রিন্স তাঁর ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে যা বলার বলেছেন। কিন্তু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি এখন সাকিবকে নিয়ে ভাবিত নয়। কারণ, বাংলাদেশের যা রাজনৈতিক পরিস্থিতি, তাতে সাকিবকে খেলালে সেটা বড় ঝুঁকি হয়ে যাবে বলেই মত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের মত। তাঁরা ইতিমধ্যেই চণ্ডিকা হাতুরুসিংহকে বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে অপসারণ করেছে। তার বদলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফিল সিমন্সকে নতুন কোচ নিয়োগ করেছে।
সিমন্স সম্পর্কেও মুখ খুলেছেন প্রিন্স। তিনি বলেছেন, দুবাইয়ে ফিল সিমন্স আর তিনি একই বিমানে ছিলেন। সেই সময় চণ্ডিকার অপসারণ নিয়েও তিনি সিমন্সের সঙ্গে কথা বলেছিলেন। তিনি জানতেন না যে সিমন্স কোথায় যাচ্ছেন। জানার পরে, চণ্ডিকার অপসারণ যে ঠিক কাজ হয়নি, সেটা সিমন্সকে বোঝানোর চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন- সরফরাজের সাফল্যের পিছনে পন্থের রাঁধুনি! বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনে হৈচৈ ফেললেন সূর্যকুমার যাদব
এই ব্যাপারে প্রিন্স বলেন, 'সিমন্স আর আমি একই বিমানে ছিলাম। ওঁকে দেখে বেশ ভালো লাগল। জানতাম না ও কোথায় যাচ্ছে। ওঁর সঙ্গে দেখা হয়ে গেল। দেখলাম, ও তখন বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিতেই আসছিল। আমি ওঁকে বললাম, চণ্ডিকার সঙ্গে যা হয়েছে, ঠিক হয়নি। আর, এই জন্যই বাংলাদেশের সাত তাড়াতাড়ি নতুন কোচের দরকার হয়ে পড়েছে।'