Advertisment

Rishabh Pant's chef helping Sarfaraz Khan: সরফরাজের সাফল্যের পিছনে পন্থের রাঁধুনি! বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনে হৈচৈ ফেললেন সূর্যকুমার যাদব

Suryakumar Yadav on Sarfaraz Khan fitness: পন্থের রাঁধুনির জন্যই সাফল্যের শীর্ষে পৌঁছেছেন সরফরাজ খান, বড় ঘটনা জানালেন এবার সূর্যকুমার যাদব

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Suryakumar Yadav, Sarfaraz Khan, সূর্যকুমার যাদব, সরফরাজ খান,

Suryakumar Yadav-Sarfaraz Khan: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে সরফরাজ দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। (ছবি- টুইটার)

Rishabh Pant's chef helping Sarfaraz Khan: অস্ট্রেলিয়া সফরের জন্য নিজেকে ফিট রাখতে টিম ইন্ডিয়ার সতীর্থ ঋষভ পন্থের রাঁধুনির ওপর ভরসা রাখছেন সরফরাজ খান। অস্ট্রেলিয়ায় প্রায় দুই মাস ধরে চলবে বর্ডার-গাভাসকার সিরিজ। পাঁচ টেস্ট ম্যাচের ওই সিরিজের জন্য সরফরাজ কীভাবে নিজেকে ফিট রাখছেন, তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য তথা ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

Advertisment

সরফরাজ সম্পর্কে সূর্যকুমার বলেছেন, 'ওঁকে দেখতে মোটা মনে হতে পারে। কিন্তু, ওঁকে যদি ৪৫০টি বলও খেলতে দেওয়া হয়, ও অনায়াসে খেলে দেবে। ডাবল, ট্রিপল বা তারও বেশি সেঞ্চুরি করতে বললেও করে দেবে।' সূর্যকুমার বলেছেন, 'সরফরাজ নিজের শক্তি বাড়াতে আর অস্ট্রেলিয়ার পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখতে ফিটনেস চর্চা করছে। ঋষভ ওঁকে একজন রাঁধুনি দিয়েছে। সে-ই ওঁর খাবারের দেখভাল করছে। ওঁর এখন লক্ষ্য, বর্ডার-গাভাসকার ট্রফি খেলার জন্য নিজেকে ফিট রাখা। ক্রিকেটে ফিটনেসটা সবসময় গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে ফিটনেসটা কমে যায়। সেই জন্য সরফরাজ এখন প্রচুর চেষ্টা করছে। তাতে ও ভবিষ্যতে নিজেই ভালো থাকবে।'

অতীতে, সরফরাজ তাঁর ফিটনেসের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। তাঁর নাকি চর্বি ঝুলে পড়েছে। এমনটাই অভিযোগ করেছিলেন সমালোচকরা। সেই সময় সুনীল গাভাসকার সরফরাজের হয়ে মুখ খুলেছিলেন। গাভাসকার বলেছিলেন, 'স্লিম-ট্রিম ছেলে চাইলে ফ্যাশন শোয়ে যান। পেয়ে যাবেন। তারপর তাঁদের হাতে ব্যাট আর বল দিয়ে দেবেন। যদি কিছু করতে পারে। কিন্তু, ক্রিকেটে ওভাবে ভালো কিছু করা যায় না। ক্রিকেটে সব ধরনের চেহারার খেলোয়াড়রাই থাকেন। এখান কে কীরকম দেখতে, তা দিয়ে বিচার হয় না। কে কত রান করল, কে কত উইকেট পেল, সেটারই বিচার হয়। সেঞ্চুরি করলে কেউ মাঠের বাইরে থাকে না। তখন ধরে নিতে হবে, ওই ক্রিকেটার ফিট।'

আরও পড়ুন- নিউজিল্যান্ডের কাছে হারের পরেই মাথায় হাত! পয়েন্ট টেবিলে কমল ব্যবধান, বুকে এবার চরম আশঙ্কা

সঙ্গে গাভাসকার আরও বলেছিলেন, 'ক্রিকেটে ফিটনেসটাই অবশ্যই জরুরি। তবে, শুধু চেহারা কোনও মাপকাঠি হতে পারে না। ওই লোকটা ক্রিকেটটা খেলতে পারে কি না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে লোকটা যদি ক্রিকেটটা ঠিকমতো খেলতে পারে, তাঁর কাছে কোনও কিছুই বাধা হয় বলে আমার মনে হয় না।'

Rishabh Pant Test cricket Indian Cricket Team India Cricket Team Sarfaraz Khan Team-India Team India Team India
Advertisment