ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে নামার কথা কয়েকদিন পরেই। ৩ তারিখ থেকেই শুরু ভারত-বাংলাদেশ টি২০ সিরিজ। তার আগেই বাংলাদেশ ক্রিকেটে অশান্তি। বাংলাদেশি ক্রিকেটাররা এগারো দফা দাবি নিয়ে হাজির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছে। যা না মানা হলে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট খেলা হবে না, বলে ঘোষণাও করে দিয়েছেন শাকিব আল হাসানরা। যার ফলে বাংলাদেশের ভারত সফর ঘিরেই চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হল।
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, শাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা মীরপুরের একটি মাঠে জড়ো হন। সেখানেই নিজেদের দাবিদাওয়া মিটিয়ে দেওয়ার হুংকার দেন বিসিবির কাছে। যে দাবি না মানা হলে ক্রিকেট খেলা থেকে বয়কট করবেন তাঁরা, জানিয়ে দিয়েছেন।
নিজেদের ক্ষোভের কথা জানাচ্ছেন শাকিব আল হাসানরা (টুইটার)
ভারতীয় ক্রিকেটীয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশি ক্রিকেটাররা যে দাবিদাওয়া নিয়ে বিদ্রোহ করছেন, তার মোদ্দা কথা হল- ঢাকা প্রিমিয়ার লিগ, ক্লাব লিস্ট টুর্নামেন্ট এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনও স্যালারি ক্যাপ না থাকা। ঘরোয়া ক্রিকেটে বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এই এগারো দফা নির্দেশিকা।
কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফর্ম্যাটের বদল আনার কথা বলেছিলেন বোর্ড কর্তারা। বলা হয়েছিল, বিগ ব্যাশ লিগের ফর্ম্যাট অনুকরণ করবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই ফর্ম্যাটের অবলুপ্তি ঘটলে ক্রিকেটারদের বেতন কম দিতে হবে। উপার্জনে টান দেখা দেবে ক্রিকেটারদের। তাতেই আপত্তি শাকিব, মুশফিকুরদের। তাদের দাবি, পুরনো ফর্ম্যাটেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে হবে। পাশাপাশি, স্থানীয় ক্রিকেটারদের বিদেশি ক্রিকেটারদের সমতুল্য বেতন দিতে হবে।
ভারতে তিনটে টি২০-র পাশাপাশি দুটো টেস্টও খেলবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা একজোট। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। ভারত সফরের আগে চাপের খেলায় ক্রিকেটারদের দাবিদাওয়ারল কাছে বিসিবিব কর্তারা নতি স্বীকার করেন কিনা, সেটাই আপাতত দেখার।
Read the full article in ENGLISH