/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/messi-mbappe.jpg)
প্রি-কোয়ার্টার ফাইনালেই খতম হয়ে গেল পিএসজির এবারের মত চ্যাম্পিয়নলেন্স লিগ অভিযান। কিলিয়ান এমবাপের যেমন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অধরা থাকল, তেমনই মেসিরও পিএসজির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অপেক্ষা বাড়ল। প্যারিসে বায়ার্ন পিএসজির ঘরের মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে খেলতে নেমেছিল ফিরতি পর্বে।
দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠ এলিয়াঞ্জ এরেনায় ২-০ গোলে বুন্দেশলিগার জায়ান্টরা তছনছ করল মেসি-এমবাপেদের পিএসজিকে। সবমিলিয়ে ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছল নাগেলসম্যানের বায়ার্ন।
প্ৰথম পর্বে পিএসজিকে ধাক্কা দিয়েছিলেন ক্লাবেরই প্রাক্তন কিংসলে কোমান। বুধবার রাতে বাভারিয়ান্সদের প্ৰথম গোল-ই করেন পিএসজির অন্য প্রাক্তনী এরিক ম্যাক্সিম চুপো মতিঙ। বায়ার্নের হয়ে দ্বিতীয় গোল সের্জিও গ্যাব্রির।
আরও পড়ুন: হ্যাটট্রিক করেও বিশ্বকাপে এমবাপে চ্যাম্পিয়ন হতে পারল না! কাটা ঘায়ে এবার নুনের ছিঁটে দিলেন মেসি
প্রথমার্ধে দাপট দেখিয়েছিল পিএসজির-ই। তবে একটি মোক্ষম গোলের সুযোগ পেলেও গোল লাইন ক্লিয়ারেন্স করে দেন ম্যাথিস দে লিট। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে শেষ আটে পৌঁছনো নিশ্চিত করে বায়ার্ন।
ম্যাচের আগেই বাভারিয়ান্স বস জুলিয়েন নাগেলসম্যান জানিয়েছিলেন, মেসি-এমবাপেকে রুখে দেওয়ার প্ল্যান রয়েছে তাঁদের। ম্যাচে সেটাই হল, মেসি-এমবাপে কেউই বায়ার্নের রক্ষণে হুল ফোটাতে পারলেন না। ম্যাচের পর বায়ার্ন কোচ বলে দিয়েছেন, "প্রথম ম্যাচে নিজেদের প্ল্যান মত খেলতে পারিনি আমরা। এদিন আমরা অনেকটা করে স্পেস তৈরি করছিলাম। দ্বিতীয়ার্ধে রক্ষণ আরও জমাটি করে আক্রমণে উঠছিলাম। বল নিয়ে আমরা বিপজ্জনক ছিলাম। এই জয় আমাদের প্রাপ্য ছিল।"
চলতি মরশুমে পিএসজির হতাশা অব্যাহত। এর আগে ফ্রেঞ্চ কাপ থেকেও পিএসজির বিদায় ঘটে গিয়েছে মার্সেইয়ির কাছে হেরে। তবে লিগা ওয়ান জেতার এই মুহূর্তে একনম্বর দাবিদার মেসিরা।