Advertisment

অবিশ্বাস্য! বাউন্ডারিতে প্রায় উপুড় হয়েই ছক্কা বাঁচিয়ে রশিদের ক্যাচ! ভিডিও দেখুন

প্রথম ম্যাচেই হারল রশিদের এডিলেড স্ট্রাইকার্স। জয়লাভ করল হোবার্ট হ্যারিকেন্স। ১১ রানে তারা হারিয়ে দিল রশিদের দল এডিলেড স্ট্রাইকার্সকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এভাবেও ভারসাম্য ধরে রেখে ক্যাচ নেওয়া যায়! দেখিয়ে দিলেন রশিদ খান। রবিবার হোবার্টের বেলেরিভ ওভালে এডিলেড স্ট্রাইকার্স বিগ ব্যাশ লিগের নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল হোবার্ট হ্যারিকেন্স-এর বিপক্ষে। সেই ম্যাচেই দুরন্ত ক্যাচ ধরে শিরোনামে আফগান তারকা স্পিনার। প্রথম ইনিংসে কলিন ইনগ্রামের শট বাউন্ডারি লাইনের ধারে দারুণ ক্ষিপ্রতায় ধরেন রশিদ।

Advertisment

১৬তম ওভারে ইনগ্রাম সজোরে শট হাকিয়েছিলেন। সেই বল প্রায় বাউন্ডারি লাইনের ওপারে চলে যাচ্ছিল। তবে রশিদ সেই সময়েই নিজের ফিল্ডিং স্কিল তুলে ধরেন। তিনিও ক্যাচ তালুবন্দি করেও বাউন্ডারি লাইনের ওপারে চলে যাচ্ছিলেন। তবে দারুন রিফ্লেক্সে বল মাঠে ছুড়ে দিয়ে নিজের ভার সামলে ফের একবার ক্যাচ ধরেন তিনি।

আরো পড়ুন: শাহের গুজরাটে কেন সাত ম্যাচ! সৌরভের বিরুদ্ধে অসন্তোষ বাংলা, মুম্বইয়ের

ফিল্ডিংয়ে রশিদ চমক দেখালেও বল হাতে সেরকম পারফরম্যান্স মেলে ধরতে পারলেন না তিনি। দশম সংস্করণের এই টুর্নামেন্টের শুরুর ম্যাচে বল হাতে ৩৮ রান দিলেন তিনি। নিলেন মাত্র ১ উইকেট। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান তিনি।

এই ম্যাচেই মানকাড বিতর্ক লেগে থাকল। রশিদের টিম মেট পিটার সিডল প্রথম ইনিংসে টিম ডেভিসকে বল করার সময় নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকার পরিবর্তে ক্রিজ ছেড়ে থাকায় জেমস ফকনারকে সতর্ক করেন। সতর্ক করার পরেও সিডলের হুঁশিয়ারি উড়িয়ে ফকনারকে দেখা গেল ক্রিজ ছেড়ে বেরোতে।

প্রথম ম্যাচে জয়লাভ করল হোবার্ট হ্যারিকেন্স। ১১ রানে তারা হারিয়ে দিল রশিদের দল এডিলেড স্ট্রাইকার্সকে। ডারসি শর্টের ৪৮ বলে ৭২ রানে ভড় করে হ্যারিকেন্সরা স্কোরবোর্ডে ১৭৪/৫ তোলে। তারপর এডিলেড ২০ ওভারে ১৬৩/৯-এর বেশি করতে পারেনি। ম্যাথু ওয়েডের দল এই নিয়ে টানা দুটো ম্যাচে জিতল।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia Rashid Khan
Advertisment