Harshit Rana selection questioned as Ruturaj Gaikwad snubbed in Team India squad for Australia series: শুক্রবার রাতের দিকে জোড়া সিরিজের দল ঘোষণা করে দেওয়া হয়েছে। একদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটে টি২০ সিরিজের জন্য যেমন স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তেমনই নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হতে চলা বর্ডার গাভাসকার ট্রফির জন্য ১৮ জনের পূর্ণ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
যথারীতি পেস আক্রমণে বোঝাই দল বাছাই করা হয়েছে অস্ট্রেলিয়া সফরের জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি স্কোয়াডে অক্ষর প্যাটেল বাদে পুরো দলই অপরিবর্তিত রাখা হয়েছে। চমক বদলে সিম বোলিং অলরাউন্ডার হিসাবে নীতিশ রেড্ডির অন্তর্ভুক্তি এবং হর্ষিত রানার ডাক পাওয়া।
মহম্মদ শামি পাত ফিট না হয়ে ওঠায় বুমরা, সিরাজ, আকাশ দীপকে রেখেই পেস আক্রমণ সাজানো হয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গেই স্কোয়াডে রয়েছেন হর্ষিত রানা। সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা বলে দিয়েছেন, হর্ষিত রানা গম্ভীরের বাছাই।
মাত্র ৯টা প্ৰথম শ্রেণির ম্যাচ খেলা হর্ষিতকে নিয়ে বাজি ধরছেন টিম ইন্ডিয়ার বর্তমান কোচ। নিয়মিত ১৪০ প্লাস গতিতে বল করতে পারেন। শর্ট বল এবং নিখুঁত ইয়র্কারও দিতে পারেন। গম্ভীরের মেন্টরশিপে আইপিএলে একটা সিজন কেকেআর জার্সিতে কাটিয়েই জাতীয় দলের তিন ফরম্যাটেই সুযোগ পেয়ে গেলেন তিনি।
এর আগে ওয়ানডে এবং টি২০-তে ডাক পেলেও এখনও অভিষেক হয়নি। এবার সরাসরি তাঁকে জুড়ে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়াগামী টিম ইন্ডিয়া স্কোয়াডে। গম্ভীরের নাকি যুক্তি, নভদীপ সাইনি, মুকেশ কুমারদের তুলনায় অনেক বেশি আগ্রাসী বোলিং করতে পারেন হর্ষিত।
আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ী স্পিনারই বাদ অস্ট্রেলিয়ায়! বাংলার ওপেনার, KKR পেসারকে নিয়ে চমকের পর চমক স্কোয়াডে
কেকেআর তারকা যেখানে প্ৰথম শ্রেণির ক্রিকেটে অপর্যাপ্ত অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে সুযোগ পেয়ে গেলেন, সেখানে আবারও ব্রাত্য রাখা হয়েছে রুতুরাজ গায়কোয়াডকে। রোহিত শর্মা আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের একটি টেস্টে ব্যক্তিগত কারণে ছুটি নিতে পারেন, এমন সম্ভবনা থেকেই বাড়তি একজন ওপেনার অন্তর্ভুক্ত করার দাবি জোরালো হয়েছিল।
তবে রুতুরাজকে না নিয়ে স্কোয়াডে রাখা হয়েছে বাংলার হয়ে গত কয়েক সিজনে ধারাবাহিক পারফর্ম করা অভিমন্যু ঈশ্বরণকে। মহারাষ্ট্রের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করে চলা রুতুরাজকে অস্ট্রেলিয়া-এ সফরে টিম ইন্ডিয়া-এ দলের অধিনায়ক করেও পাঠানো হয়েছিল। তবে তাতেও শিকে ছেঁড়েনি তারকার।
আন্তর্জাতিক ক্রিকেটে অপরীক্ষিত অভিমন্যুকে অভিজ্ঞ রুতুরাজের জায়গায় নির্বাচন করা হতেই বিতর্কের দাবানল বেঁধে গিয়েছে। অনেকেই বোর্ডের নির্বাচন নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। পক্ষপাতিত্বের চরম অভিযোগও উঠে যাচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমনিতে পুনে টেস্ট হারের মুখে ভারত। সিরিজ খোঁয়ালে বোর্ডের নির্বাচন-নীতি আরও একবার কাঠগড়ায় যে উঠবে, তাতে সন্দেহ নেই।
BGT জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), জাসপ্রিত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর
ট্র্যাভেলিং রিজার্ভ: মুকেশ কুমার, নভদীপ সাইনি, খলিল আহমেদ