Abhimanyu Easwaran Harshit Rana Nitish Kumar Reddy in Team India squad for Australia series: অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ১৮ জনের স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। টেস্ট দলে প্ৰথমবারের মত সুযোগ দেওয়া হয়েছে কেকেআরে খেলা তারকা হর্ষিত রানা এবং অলরাউন্ডার নীতিশ রানা। এই দুই তারকা ছাড়াও জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে, যিনি ঘরোয়া ক্রিকেটে গত কয়েক সিজন ধরেই ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ভারত বারবার ব্যাটিং ব্যর্থতার মুখে পড়েছে। তবে টিম ম্যানেজমেন্ট এখনই প্যানিক বাটন প্রেস না করে পরীক্ষিত দল ঘোষণার পথে হেঁটেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে যে স্কোয়াড অংশ নিচ্ছে টিম ইন্ডিয়ার। সেই স্কোয়াড থেকে বর্ডার গাভাসকার ট্রফির জন্য একমাত্র বাইরে রাখা হয়েছে কয়েক মাস আগেও ভারতের হয়ে টি২০ বিশ্বকাপজয়ী তারকা অক্ষর প্যাটেলকে। যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে অংশ নেবেন। ৮ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ভারত ছাড়তে টি২০ খেলবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে।
যেমন প্রত্যাশা ছিল, তেমনই পেস বোলারে বোঝাই স্কোয়াড গড়া হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোকাবিলার জন্য। জসপ্রীত বুমরার নেতৃত্বে বোলিং বিভাগে থাকবেন মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং হর্ষিত রানা।
রঞ্জি ট্রফিতে নিজের ফিটনেস প্রমাণ করলে তবেই মহম্মদ শামিকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে বর্ডার গাভাসকার ট্রফির স্কোয়াডে। দিওয়ালির পর নভেম্বরের প্ৰথম সপ্তাহে রঞ্জির চতুর্থ রাউন্ডের ম্যাচে মহম্মদ শামি বাংলার হয়ে কর্ণাটকের বিপক্ষে অংশ নেবেন।
স্পিন বিভাগে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবকে। ব্যাটিং দক্ষতা বাড়ানোর জন্য স্কোয়াডে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দরকেও। সিম বোলিং অলরাউন্ডার হিসেবে নীতিশের অন্তর্ভুক্তি নিয়ে কার্যত কোনও সন্দেহই ছিল না। তারকা অলরাউন্ডার বর্তমানে ব্রিসবেনে ভারতীয়-এ দলের হয়ে অজি সফরে রয়েছেন। অস্ট্রেলিয়া-এ দলের মুখোমুখি হবেন তিনি। এ দলের হয়ে ভালো খেললে নীতিশকে সরাসরি প্ৰথম একাদশে জায়গা দেওয়া হবে। পেস বোলারদের কভার হিসাবে তাঁকে ব্যবহার করার অপশন থাকবে ভারতের কাছে।
সিরিজের একটি টেস্টে রোহিত ব্যক্তিগত কারণে ছুটি নেবেন। তাও একজন অতিরিক্ত ওপেনারকে রাখতে হয়েছে। স্কোয়াডে কেএল রাহুল থাকলেও টপ অর্ডারের জন্য তাঁকে ভাবা হচ্ছে না। সেই কারণেই ঈশ্বরণ-এর ভাগ্যে শিকে ছিঁড়েছে। ২৯ বছরের বাংলার তারকা বেশ কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন।
দলীপ ট্রফি, ইরানি এবং রঞ্জি ট্রফিতে টানা চারটে শতরান হাঁকিয়ে ঈশ্বরণ অস্ট্রেলিয়ার বিমানে পা রাখছেন। এর আগে ঈশ্বরণ ইংল্যান্ড এবং বাংলাদেশ সফরেও জাতীয় দলের স্কোয়াডে ছিলেন। তবে অভিষেকের সুযোগ হয়নি তাঁর। ঋষভ পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে ধ্রুব জুরেলকে।
BGT জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), জাসপ্রিত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, আর জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর
ট্র্যাভেলিং রিজার্ভ: মুকেশ কুমার, নভদীপ সাইনি, খলিল আহমেদ
নোট: কুলদীপ যাদবকে অস্ট্রেলিয়া সফরের নির্বাচনে রাখা হয়নি। চলতি সিরিজের পরেই বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স-এ কুলদীপ দীর্ঘদিনের কুঁচকির চোট থেকে রিকভারিতে ব্যস্ত থাকবেন।
READ THE FULL ARTICLE IN ENGLISH